১০০ দিনের কাজের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন: মানুষদের রোজগারে নিশ্চয়তা দিতে কেন্দ্র সরকার শুরু করেছিল 100 দিনের কাজ। সেই নিয়ম মেনেই পশ্চিমবঙ্গেও শুরু হয়েছিল ১০০ দিনের কাজ। তবে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে বলে কেন্দ্র সরকার আঙ্গুল তুলেছিল রাজ্য সরকারের উপর। আর এর কবলে পড়েছে রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ। কাজ করেও মেলেনি টাকা। ফলস্বর বন্ধ হয়েছে 100 দিনের কাজ। তবে এবার কেন্দ্র সরকারের উপর নির্ভর না করে 21 ফেব্রুয়ারি 2024 থেকে 100 দিনের কাজের বকেয়া টাকা রাজ্যের মানুষের কাছে মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোট 21 লক্ষ শ্রমিকদের ব্যাংক একাউন্টে পাঠানো হবে টাকা।
আরও দেখুন: পশ্চিমবঙ্গে বর্তমানে কোন কোন চাকরির জন্য ফরম ফিলাপ চলছে?
100 দিনের কাজের টাকা কত তারিখে ব্যাংক একাউন্টে দেওয়া হবে?
মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর এবার সবার মুখে একটাই প্রশ্ন ১০০ দিনের কাজের টাকা কবে পাবো? বা ১০০ দিনের কাজের টাকা কবে থেকে দেওয়া হবে? চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ তথ্য।
১০০ দিনের টাকা দেওয়ার তারিখ: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজেট পেশ করার দিনে ঘোষণা করেছিলেন যে একুশে ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু তার দুদিন পরেই তিনি আবারো ঘোষণা করেন যে যে সমস্ত ব্যক্তিরা ১০০ দিনের কাজের টাকা পাবেন তাদের সংখ্যাটা অনেক এইজন্য তিনি আরো কিছু সময় চেয়ে নিয়েছেন যাতে কাজটি করতেন তার সহজ হয়| এবং তিনি আরো জানান যে একশ দিনের কাজের টাকা বা ১০০ দিনের কাজের অর্থ জোগাড় করতে কিছুদিন সময় লাগবে । তাই এই প্রসঙ্গে বিধানসভায় তিনি বলেন 21 ফেব্রুয়ারির পরিবর্তে 1 মার্চ থেকে 100 দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের একাউন্টে ঢুকতে শুরু করবে বা মার্চ মাসে মধ্যে ১০০ দিনের কাজের টাকা সবাই পেয়ে যাবে।