WBP Recruitment News: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ: পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে পরীক্ষার্থীদের দ্রুত নিয়োগ করার জন্য এবার থেকে একটি মাত্র লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। প্রথমে লিখিত পরীক্ষা হবে। তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মাঠে পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর দেখা হবে।
WBP ও KP কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, তাতে কোয়ালিফাইং নম্বর পেলে তাকে মাঠ পরীক্ষার জন্য ডাকা হতো। মাঠ পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেলে মেইন পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হত। এরপর মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হত।
আরও দেখুন: WBPSC Food SI পরীক্ষার তারিখ ও সময় দেখে নিন, Admit card কবে দেবে! জানুন বিস্তারিত @wbpsc.gov.in
সূত্রে খবর, রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া গেছে। তাড়াতাড়ি নিয়োগের জন্য এবার একটিই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। এই পরীক্ষায় পাশ করলে তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ। সরকারের কাছে এই পদ্ধতিতে নিয়োগের জন্য প্রস্তাব এসেছে। এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম-দ্বিতীয় সপ্তাহেই বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। নতুন এই পদ্ধতিতে নিয়োগ করলে দ্রুত নিয়োগ করা সম্ভব হবে। তাই সরকার একটিই পরীক্ষা নিতে চায়।
আরও দেখুন: Paytm Trending news 2024।আপনি কি Paytm ব্যবহার করেন? তাহলে তাড়াতাড়ি দেখুন না হলে সমস্যাই পড়বেন।
এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে।দেখা গেছে, চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ে যোগ দেয় না। ফলে ওই শূন্যপদ ফাঁকা থেকে যায়। তাই এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি হলে, মেন তালিকা থেকে কোনো প্রার্থী জয়েন না করলে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ করা হবে।