Phonepe, Google pay বা অন্য কোনো UPI ব্যবহার করেন? তাহলে আপনার জন্য এবার খুশির খবর। UPI RULES CHANGE

Last Updated:

গোটা দেশে চালু করা হবে এই UPI ATM। এই পদ্ধতিতে টাকা তুলতে গেলে আপনাকে UPI এটিএম কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট QR কোড স্ক্যান করে টাকা পাঠিয়ে দিলেই বেরিয়ে আসবে ক্যাশ।

আপনি যদি UPI ব্যবহার করেন তাহলে আপনার জন্য এই নিয়ম।

আপনি কি Phonepe, Google pay বা অন্য কোনো UPI পেমেন্টস সার্ভিস এপ্লিকেশন ব্যবহার করেন? তাহলে আপনার জন্য এবার খুশির খবর। বদলে গেল কিছু নিয়ম। এবং UPI পেমেন্টস এর ক্ষেত্রে এল ৫টি বড়ো নিয়ম। জানতে বিস্তারিত পড়ুন। Phonepe Google pay

কোন কোন UPI নিয়ম চালু করলো সরকার । UPI RULES CHANGE

  • এবার থেকে টাকা গেলে আর নিয়ে যেতে হবে না ATM CARD দেশে চালু হতে যাচ্ছে UPI ATM । তবে এখন তার trial পর্যায়ে নির্দিষ্ট কয়েকটি শহরে চালু করা হয়েছে। সফলতা পেলে তবেই গোটা দেশে চালু করা হবে এই UPI ATM। এই পদ্ধতিতে টাকা তুলতে গেলে আপনাকে UPI এটিএম কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট QR কোড স্ক্যান করে টাকা পাঠিয়ে দিলেই বেরিয়ে আসবে ক্যাশ।
  • UPI পেমেন্টস এর ক্ষেত্রে এবার চালু হবে কুলিং পিরিয়ড। এক্ষেত্রে যদি আপনি প্রথমবারের মতো কাউকে ২০০০ টাকার বেশি পাঠান তাহলে ৪ ঘন্টা কুলিং পিরিয়ড পাবেন অর্থাৎ এই ৪ ঘন্টার মধ্যে আপনি চাইলেই ঐ টাকা ফেরত নিয়ে নিতে পারবেন।
  • জানুয়ারি 2024 থেকে বাড়ানো হয়েছে UPI লিমিট।কারণ এখন থেকে হাসপাতাল ও শিক্ষা ইত্যাদি প্রতিষ্ঠানে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্টের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
  • ব্যবসায়ীদের সুবিধার্থে করে এক নতুন ব্যবস্থা নিয়ে এসেছে UPI। এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও প্রয়োজনে প্রি-অ্যাপ্রুভাল ক্রেডিট লাইন ব্যবহার করে অগ্রিম অর্থ তুলতে পারবেন। এর মাধ্যমে ব্যবসায়ী ও স্বনির্ভরদের মূলত ক্ষুদ্র ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
  • দ্বিতীয় শ্রেণির মার্কেটের জন্য চালু হল ইউপিআই পেমেন্ট ব্যবস্থা।তা অবশ্য এখন বিটা ফেজে আছে, কিছুদিনের মধ্যেই সর্বত্র চালু হয়ে যাবে।

আরও পড়ুন লাগবে না বিদ্যুৎ বিল। হঠাৎ সিদ্ধান্ত কেন্দ্রের

Join Our Group

Join Telegram