Bhabishyat Credit Card: এই দুর্মূল্যের বাজারে একটা কাজ পাওয়ার আশায় ছোটাছুটি করছে কত শিক্ষিত বেকার যুবক ও যুবতী। কিছুতেই যেন মেলেনা একটা মনের মতো কাজ। তাই আর ছোটাছুটি না করে এবার শুরু করুন ব্যবসা। কি ভাবছেন টাকা নেই? চিন্তার কোনো কারণ কারণ ব্যবসার জন্য টাকা দেবে সরকার। কিভাবে আবেদন করবেন, কত টাকা দেওয়া হবে,কোথায় কীভাবে করবেন বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
গত ৮ই ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করা হয়েছে। যেখানে একাধিক নতুন প্রকল্পের সূচনা হয়েছে। তারই মধ্যে রয়েছে Bhabishyat Credit Card Interest Sub-Vention Scheme বা ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাব ভেনশন প্রকল্পের কথা।
এর আগের বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যত ক্রেডি কার্ড নামে একটি নতুন গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছিল। যেই প্রকল্পের মাধ্যমে ১৮ থেকে ৫০ বছর বয়সী মোট ২ লক্ষ ছেলে মেয়ে তাদের নিজস্ব যুক্তিমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগে সংস্থা তৈরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহযোগিতা বাবদ সর্বাধিক ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ ব্যাঙ্ক মারফত পেয়ে থাকেন।
এবার নাকি ঐ “যুবকদের জন্য ভবিষ্যত ক্রেডি কার্ড” আরও শক্তিশালী করা হয়েছে (বাজেট অনুযায়ী)। যার আওতায় ব্যাবসার জন্য মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। যার দ্বারা ১০ লাখ ছেলে মেয়ে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।
ভবিষ্যত ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাব ভেনশন প্রকল্প Bhabishyat Credit Card Interest Sub-vention Scheme
ভবিষ্যত ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাব ভেনশন প্রকল্প কী?
ভবিষ্যত ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাব ভেনশন প্রকল্প বা Bhabishyat Credit Card Interest Sub-vention Scheme হল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা কোনোও Collateral (জামানত) ছাড়াই ১০০% নিশ্চিত ঋণ পেতে পারবেন নামমাত্র ৪% সুদে।বাকি সুদের ব্যয়ভার রাজ্য সরকার Interest Sub- vention হিসাবে বহন করবে।
কারা ভবিষ্যত ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাব ভেনশন প্রকল্প বা Bhabishyat Credit Card Interest Sub-vention Scheme এ টাকা পাবেন?
এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক ২৫০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে আগামী কয়েক বছরে প্রায় ১০ লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবেন।
কীভাবে আবেদন করতে হবে?
আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য এন্টার করতে হবে। লিন্ক নীচে দেওয়া হয়েছে।
Bhabishyat Credit Card Interest Sub-vention Scheme সম্পর্কে কী বলা হয় বাজেট ২০২৪-২৫ এ
আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে (যুবকদের জন্য ভবিষ্যত ক্রেডি কার্ড”) আরও শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরও সহজতর করার উদ্যোগ নিচ্ছে। এই উদ্দেশ্যে Bhabishyat Credit Card Interest Sub-vention Scheme চালু করার প্রস্তাব রাখছি যাতে সমস্ত যোগ্য উদ্যোগপতিরা এই প্রকল্পের অধীনে কোনোও Collateral ছাড়াই ১০০% নিশ্চিত ঋণ পেতে পারবেন নামমাত্র ৪% সুদে। বাকি সুদের ব্যয়ভার রাজ্য সরকার Interest Sub- vention হিসাবে বহন করবে। এই Interest Sub-vention-এর সুবিধা, Bhabishyat Credit Card প্রকল্পে ইতিমধ্যেই মঞ্জুর ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এই খাতে বার্ষিক ২৫০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে আগামী কয়েক বছরে প্রায় ১০ লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবেন।
Official Website Link – Click Here