IPL 2024: Indian Premier league (IPL): তবে কি ফের আইপিএল থেকে বাদ পড়তে চলেছেন শ্রেয়স আইয়ার? ফের একবার শ্রেয়স আইয়ার এর আইপিএল থেকে বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। মোটা টাকা খরচ করে ২০২২ মরশুমে তাকে দলে নিয়েছিল শাহরুখ খানের দল কোলকাতা নাইট রাইডার্স। সেই সিজনে খেলতে পারলেও চোটের কারণে গোটা ২০২৩ আইপিএল থেকে বাদ পড়তে হয় তাঁকে। এই সিজনে অর্থাৎ ২০২৪ সিজনেও কি একই ঘটনার পুনরাবৃত্তি? দেখুন বিস্তারিত।
IPL 2024 শুরু হতে বাকি মাত্র হাতে গোনা কয়েকটি দিন। ইতিমধ্যেই Shreyas Iyer ( শ্রেয়স আইয়ার) চোটের কারণে বাদ পরেছেন জাতীয় দল থেকে। যার কারণে বেড়েছে যল্পনা KKR ভক্তদের মাঝে। তাঁর এই অনিশ্চয়তার ছায়া নেমেছে আইপিএল ২০২৪ এর উপরেও। ফলস্বরূপ কেকেআর এর অধিনায়কত্ব ও ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন উঠেছে।
Shreyas Iyer বেল কয়েক মাস ধরেই পিঠের সমস্যাতে ভুগছেন। যা অস্ট্রেলিয়াল বিরুদ্ধে বর্ডার – গাভাস্কার ট্রফিতে আরও গুরুতর হয়।এর তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। আর এই কারণেই বহু দিন ক্রিকেট থেকে দূরে সরে ছিলেন তিনি।
শ্রেয়স আইয়ার এর ২০২৪ আইপিএল এ পথ চলা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাহলে IPL 2024 সিজনে কেকেআর এর অধিনায়কত্ব কে করতে পারেন তা নি উঠেছে প্রশ্ন ক্রিকেট পাড়ায়। এক্ষেত্রে যতটা সম্ভব সুনীল নারিন বা এর আগের সিজনে অধিনায়কত্ব করা নিতীশ রানার নাম উঠে আসতে পারে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফিটনেস টেস্ট দিয়েছেন (NCA) Shreyas Iyer । তারপরই ইংল্যান্ড সিরিজের বাকি তিন টেস্ট ম্যাচের দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। দল থেকে বাদ পরেছেন তিনি।