Pm Kisan New Rules:সব তথ্য ঠিকঠাক দিয়েছেন তো?এই ভুলগুলি করলে ঢুকবে না PM Kisan এর 16তম কিস্তির টাকা।

Published On:

Pm Kisan New Rules: এখন পর্যন্ত পিএম কিষানের 15 টি কিস্তির টাকা পেয়েছেন এবং আগামী 16 তম কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন দেশের সমস্ত কৃষক। তবে সম্প্রতি পিএম কিষানের সুবিধাভোগীদের সংখ্যা অনেক অংশে কমে গিয়েছে কারণ PM Kisan এর দুর্নীতির উক্তি একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।

অনেক কিছু বাকি আছে যারা পিএম কিশানের নাম নথিভুক্ত করানোর সময় বিভিন্ন তথ্য ভুল দিয়ে থাকে অর্থাৎ নিজের অজান্তেই অনেক কিছু ভুল করে দিয়ে বসেন যেমন ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা কোন ডকুমেন্টস। তার জন্য অনেকে হয়রানি হতে হয় এবং পিএম কিষানের টাকা তারা পান না। এবং আপনি যদি এখনো পর্যন্ত ই-কেওয়াইসি না করে থাকেন তাহলে আগামী কিস্তির টাকা আটকে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ই-কেওয়াসি করে নিতে হবে। Pm Kisan New Rules

আপনি যদি দেখতে চান আপনার সমস্ত কিছু তথ্য ঠিকঠাক আছে কিনা এবং এখন পর্যন্ত আপনি কতগুলো কিস্তির টাকা পেয়েছেন তাহলে আপনাকে পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন আপনার আঁধার অথেন্টিকেশন হয়েছে কিনা? কেওয়াইসি, পিএফএফএস স্ট্যাটাস, ল্যান্ড সিডিং, আধার সিডিং ইত্যাদি। Pm Kisan New Rules

Pm Kisan এর স্টেটাস কিভাবে চেক করা হয়?16th installment PM Kisan

পিএম কিষানের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে। তারপর বেনিফিশিয়ারি তে ক্লিক করে নিজের আধার নম্বর অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বারের মধ্যে যেকোনো একটি দিয়ে ক্যাপচা কোড পূরণ করে গেট ডেটা অপশনে ক্লিক করলেই আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন।

Pm কিষানে ভুল আধার কার্ড কিভাবে সংশোধন করবেন?

পিএম কিষানে আধার কার্ডের ভুল তথ্য সংশোধন করার জন্য সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে। লগইন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে। এরপর ফার্মার কর্নারে ক্লিক করে আধার এডিটে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার আঁধারে সমস্ত তথ্য দেখতে পাবেন এবং কোনো ভুল থাকলে আপনি সেটা সংশোধন করে নিতে পারবেন।

Pm Kisan পিএম কিষানে ব্যাঙ্ক একাউন্ট নাম্বার কিভাবে পাল্টাবেন? Pm Kisan New Rules

বলে রাখা ভালো অনলাইন পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভুল ব্যাংকের একাউন্ট এর তথ্য ঠিক করতে পারবেন না। এর জন্য আপনাকে কৃষি বিভাগের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন,১১ কোটি কৃষকের জন্য সুখবর! 16 তম কিস্তিতে বড় আপডেট

যদি স্ট্যাটাস চেক করার  সময় লিস্টে আপনার নাম থাকে এবং অথচ আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢোকেনি তাহলে আপনি PM Kisan এর হেল্পলাইন ডেস্কের সাহায্য নিতে পারেন।

011-24300606 -টোল ফ্রি নম্বর বা হেল্পলাইন নাম্বার-155261 কল করতে পারেন অথবা [email protected] এ মেইল এর মাধ্যমে আপনার সমস্যার কথা জানাতে পারেন।

Join Our Group

Join Telegram