IND vs ENG highlights: দুর্দান্ত জয় ভারতের। ডবল সেঞ্চুরি করলেন জয়সওয়াল। এগিয়ে গেল ভারত।

Published On:

IND vs ENG highlights: দুর্দান্ত জয় পেল ভারত। কুলদীপ, বুমরাহ এবং অশ্বিনের চাপ সৃষ্টিতে জাদেজা পেলেন 5 উইকেট। বিরাট রানের মার্জিনে ভারতের অবিশ্বাস্য জয়।

ভারত বনাম ইংল্যান্ড দ্বীতিয় তৃতীয় টেস্ট হাইলাইটস। IND vs ENG highlights

দিনের শুরুতেই শুভমান গিল রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তার ব্যাক্তিগত সংগ্ৰহ ছিল 91। কিন্তু তারপরেই ব্যাট করতে ফেরেন জয়সওয়াল। এরপরই শুরু হয় তার দুরন্ত ব্যাটিং ইংলিশ বোলারদের বিরুদ্ধে টানা দ্বিতীয়বার করেন খবর সেঞ্চুরি।

ডেবিউটান্ট সরফরাজও খেলেছেন এক আকর্ষণীয় ইনিংস। করেন হাফ সেঞ্চুরি। এরপর ভারত তাদের ইনিংস ডিক্লিয়ার করে। লিড ছিল 556 রানের। জয়লাভ করতে হলে ইংলিশদের করতে হতো 557 রান। IND vs ENG highlights

বেন ডাকেট (Ben Duckett) এর আগের ইনিংসে 153 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। শেষ ইনিংসে তিনি রান আউট হয়ে যাওয়ার পর আর দাঁড়াতে পারেনি ইংল্যান্ড দল। ধরাশায়ী হয়ে পড়েন তারা। IND vs ENG highlights

ভারতের হয়ে জাদেজা তার ঘরের মাঠে নেন 5 উইকেট। তার সংগ্ৰহের মধ্যে ছিল অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, ফোকস এবং উডের উইকেট। কুলদীপ নেন 2 উইকেট। IND vs ENG highlights

ইংলিশ ক্যাপটেন তাদের খেলা নিয়ে খুব একটা খুশি ছিলেন না। হতাশ ইংল্যান্ড ক্রিকেট দল। কারণ পাহাড় সমান 434 রানে পরাজিত হয় তারা। ভারতীয় স্পিনারদের কাছে ভুল টেকনিকে ব্যাটিং করে গেছেন এবং ধরা খেয়েছেন।

সবাইকে অবাক করে দিয়ে মার্ক উড ছিলেন তাদের দ্বীতিয় ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাত্র 15 বলে 33 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে ততক্ষণে প্রায় সবাই সাজঘরে ফিরেছিলেন। অবশেষে জয় পায় ভারতীয় দল। এবং এই সিরিজে 2-1 এ এগিয়ে যায়।

আরও পড়ুন,গোলের বন্যা যুবভারতীতে। মোহনবাগান সুপার জায়ান্টস vs নর্থইস্ট ইউনাইটেড এফসি হাইলাইটস।

Join Our Group

Join Telegram