আধার কার্ড আপডেট নিউজ 2024 : বর্তমান যুগে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ Identity card বা পরিচয় পত্র হল আধার কার্ড। আপনার আধার কার্ডের মধ্যে ব্যক্তির নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় আমাদের আধার কার্ডের তথ্য ভুল থাকে এবং ভুল থাকার কারনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের।
তাড়াতাড়ি দেখুন: আপনার আধার কার্ড বাতিল হবে কি না চেক করুন , এখানে ক্লিক করুন ও দেখুন
এই আধার কার্ড এর ভুল তথ্য কে সংশোধন করার জন্য আমাদের আধার সেন্টারে গিয়ে লাইন এর পর লাইন দিতে হয় ও অনেক টাকা খরচ হয়। কিন্তু এখন সেই চিন্তা আর করতে হবে না আপনাদের, এবার আপনি বাড়িতে বসেই নিজের smartphone কিভাবে ভুল তথ্য পরিবর্তন করা যায়, সেই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।
আধার কার্ডের তথ্য ঠিক করার পদ্ধতি – How to changeAadhaar card wrong information in Bengali
[Step :- 1] আপনাকে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here
[Step :- 2] এর আপনি UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “My Aadhaar – মাই আধার”-এ ক্লিক করতে হবে।
[Step :- 3] এর পর আপনাকে “Update Address আপডেট ঠিকানা” অপশনে ক্লিক করুন।
WBPSC Food SI পরীক্ষা কবে হতে পারে? Admit card কবে দেবে! জানুন বিস্তারিত
[Step :- 4] এর পর আপনার “aadhar Number – আধার নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে।ক্যাপচা কোড ওখানে একটা Box এ দেওয়া থাকবে।
[Step :- 5] এর পর আপনি যে নতুন তথ্য দিতে চান তা নির্ভুলভাবে লিখতে হবে।
[Step :- 6] এর পর আপনি আপনার আগের তথ্য যে Documents – সার্টিফিকেট বা Identity Card দেখে ঠিক করলেন তার প্রমাণপত্র আপলোড করতে হবে। তার পর রেজিস্ট্রার ফোন নম্বরে OTP আসবে তা দিয়ে Submit করে দিতে হবে। [সাবমিট অপশনে ক্লিক করুন]
আপনার আধার কার্ডের ভূল তথ্য বা আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে কোন কোন ডকুমেন্ট বা সার্টিফিকেট লাগবে ?
আধার কার্ডের ভূল তথ্য বা ঠিকানা আপডেটের জন্য ব্যবহার করা যেতে পারে
- পাসপোর্ট
- ভোটার আইডি কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- ব্যাঙ্ক স্টেটমেন্ট
- রেশন কার্ড
- পোস্টাল অ্যাড্রেস প্রুফ
- বিদ্যুতের বিল
- জলের বিল
- টেলিফোন বিল
এই কাজটি আপনি বাড়িতে বসে করতে না চাইলেও অনলাইনের পাশাপাশি অফলাইনেও আধার সেবা কেন্দ্রে (Aadhar Center) গিয়ে করতে পারবেন।