Civic volunteer job:পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। এবার রাজ্যে নিয়োগ হতে চলেছে বিপুল পরিমাণ সিভিক ভলেন্টিয়ার। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা একদম নূন্যতম। আবেদন পদ্ধতি, বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন। Civic volunteer job 2024
সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার শর্ত সমূহ। Civic volunteer job
কোন পদে নিয়োগ করা হবে?
Civic volunteer (সিভিক ভলেন্টিয়ার)
আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা?
সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ থাকলেই করা যাবে আবেদন। এছাড়া যদি আরও কোনো উচ্চ ডিগ্ৰি থাকে তাহলেও আবেদন করতে পারবেন।
মোট শূন্য পদের সংখ্যা কত?
সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে বিভিন্ন জেলায়। অনুমান করা হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা 35,000 থেকে 1 লাখ। আরও তথ্যের জন্য
Civic volunteer job 2024
বেতন কত দেওয়া হবে?
9000 টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে এই পদের জন্য।
বয়সসীমা কী?
বিভিন্ন সূত্র অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার পদের জন্য আবেদনকারীর বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে। এছাড়া রিজার্ভ জাতি OBC চাকরি প্রার্থীদের জন্য 3 বছর এবং SC, ST চাকরি প্রার্থীদের জন্য 5 বছর পর্যন্ত ছাড় থাকবে।
নিয়োগ প্রক্রিয়া কি হবে?
আবেদনকারী চাকরি প্রার্থীর শারীরিক সক্ষমতা, এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
সিভিকের চাকরির আবেদন পদ্ধতি?
এই পদে চাকরির অফিসিয়াল নোটিশ এখোনো আসেনি (আনুমানিক আগস্ট সেপ্টেম্বর মাসে আসতে পারে)। তবে সূত্র অনুযায়ী আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তবে লোকাল থানার মাধ্যমেও নিয়োগ করা হয়। এর জন্য আপনি থানায় খোঁজ খবর নিয়ে রাখতে পারেন।
Civic volunteer job 2024
আরও পড়ুন,নিয়োগ চলছে গ্ৰাম পঞ্চায়েতে। দেখুন কীভাবে আবেদন করতে হবে।
Disclaimer:আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়।