UPSC 2024:সিভিল সার্ভিসের জন্য সারা দেশে শূন্য পদের সংখ্যা 1056 টি। 26 মে 2024 তার পরীক্ষা হতে চলেছে। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। যার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 5 মার্চ পর্যন্ত। UPSC 2024 ইউপিএসসি
ইউপিএসসি পরীক্ষা 2024 – UPSC Exam 2024
আবেদন পদ্ধতি?
দেশের সর্ব বৃহৎ পরীক্ষার জন্য ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। upsc.gov.in
বয়স কত লাগে?
ভারতের এই বৃহত পরীক্ষার জন্য নূন্যতম বয়স লাগে 21 বছর। এবং সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যায়।
শিক্ষাগত যোগ্যতা?
দেশের এই কঠিন পরীক্ষার জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের যেকোনো শাখায় স্নাতক হতে হয়। এবং একজন পরীক্ষার্থী সর্বোচ্চ 6 বার এই পরীক্ষায় বসতে পারে। Upsc 2024
কোন পদ্ধতিতে নিয়োগ করা হয়?
যোগ্য প্রার্থীদের মূলত তিনটি ধাপে নির্বাচন করা হয়। প্রথমে প্রিলিমিনারি, তারপরে মেইন পরীক্ষা এবং শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। প্রিলিমিনারি মূলত দুটি কম্পালসরি বিষয়ের উপর হয়ে থাকে। এই রাউন্ডে প্রত্যেক বিষয় প্রতি থাকে 200 নাম্বারের পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই দেওয়া যায় মেইন পরীক্ষা।
পরীক্ষা নেওয়া হয় দুটি ভাষায় ইংরেজি ও হিন্দিতে। মেইন পরীক্ষায় প্রত্যেক বিষয় প্রতি প্রশ্ন থাকে 300 নাম্বারের। এর পর মেইন পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোনালিটি চেক করার জন্য নেওয়া হয় 275 নম্বরের একটি পরীক্ষা।
এইসকল প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করলে প্রার্থীদের IAS,IPS,IFS প্রভৃতি হওয়ার সুযোগ থাকে।
আরও পড়ুন,বাতিল করা হচ্ছে আধার কার্ড। কি কারণে বাতিল করা হচ্ছে দেখুন। এর জন্য কি করতে হবে দেখে নিন?
Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়।