Tesla India: এলন মাস্কের কোম্পানিতে 2000 কর্মী নিয়োগ। কবে শুরু হবে আবেদন প্রক্রিয়া?

Published On:

Tesla India: টেসলা বর্তমানে বিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা। সেই টেসলা কম্পানি এবার ভারতে শুরু করতে চলছে ব্যাটারি নির্মাণের ইউনিট। সূত্র অনুযায়ী 2026 সালের মধ্যেই শুরু হয়ে যাবে নির্মানের কাজ। কোম্পানি শুরু হলে প্রায় 2000 নতুন কর্ম সংস্থান হবে বলে ঘোষণা করেছে তারা।

Tesla power কবে কোথায় শুরু হবে। Tesla India

এই কম্পানি মূলত শুরু হতে চলেছে হরিয়ানার গুরুগ্ৰামে। এই কম্পানিতে ইঞ্জিনিয়ারিং, অপারেশন ও সেলস এর মতো পদে বুদ্ধি সম্পন্ন যুবক যুবতীদের নিয়োগ করা হবে বলে জানা গেছে। সূত্র অনুযায়ী এই বছরেই তার কাজ শুরু হয়ে যাবে।

The Economic Times-র প্রতিবেদন অনুযায়ী,

আগামী 2 বছরের মধ্যেই ভারতে রিস্টোর ইউনিট চালু করতে যাচ্ছে টেসলা পাওয়ার।এলন মাস্কের কোম্পানি 2026 সালের মধ্যেই ওই কারখানার প্রথম ইউনিট চালু করতে চাইছে। আর তার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে কর্মী তাই বিভিন্ন পদে নিয়োগ করা হবে বিপুল পরিমাণ কর্মী।

এলন মাস্ক এখন বিশ্বের সেরা ধনকুবের। এবং তার মূলে টেসলার অবদান অনেকটাই গুরুত্বপূর্ণ। টেসলার সদর দফতর হল মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্য়ারে। আর তারই একটা অফিস গুরুগ্ৰামে রয়েছে। এবার সেখানেই তৈরি হবে বৈদ্যুতিক ব্যাটারি নির্মাণের কাজ।

আরও পড়ুন,MTS পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত পড়ুন

এলন মাস্কের ব্যাটারি তৈরি করার কোম্পানিতে কাজ পেতে গেলে দরকার হবে মেধাসম্পন্ন ছাত্র ছাত্রীদের তাই বিভিন্ন বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী আবেদন করার সুযোগ থাকবে IIT, ITI, IIM এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য।

ভবিষৎ তেই এই কোম্পানির কাজের বিভিন্ন তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে করুন।

Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।

Join Our Group

Join Telegram