Indian Super league: গোয়ার হারে স্বস্তিতে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্টস টেবিলে এখন জোর সরগরম চলছে। কে হবে টেবিল টপার তারই লড়াই তুঙ্গে। পয়েন্টস টেবিলে প্রথম তালিকা ছিনিয়ে নিতে মরিয়া মোহনবাগান সুপার জায়েন এফসি গোয়া কেরালা ব্লাস্টার্স সহ মুম্বাই সিটি এফসিও। Indian Super league 2023-24
ইন্ডিয়ান সুপার লিগ পয়েন্টস টেবিল হাইলাইটস। Indian Super league points table Highlights
উরিষ্যায় অনুষ্ঠিত হওয়া কলিঙ্গ সুপার কাপে বিজয়ী হয়ে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের টিকিট পেয়েছে ইস্টবেঙ্গল। এবার ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিরোপা জিততে মরিয়া প্রথম সারির দলগুলো। কারণ পয়েন্টস টেবিলের এক নম্বরে থাকা দল সুযোগ পাবে এএফসি এশিয়ান কাপের খেলার।
বর্তমানে প্রথম স্থানে অধিকার করে আছে উরিষ্যা এফসি। 15 টি ম্যাচে 9টি তে জয় পেয়েছে তারা, ড্র করেছে 4টি ম্যাচে। বর্তমানে তাদের পয়েন্টস সংখ্যা 31। লিগ টেবিলের দৌড়ে দ্বিতীয় নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস, তিন নম্বরে মুম্বাই সিটি এফসি এবং গতকাল নর্থইস্ট ইউনাইটেড এর কাছে 2-0 গোলে পরাজিত হওয়ার পর চতুর্থ নম্বরে নেমেছে এফসি গোয়া।
21 ফেব্রুয়ারি নর্থইস্ট, গোয়া ম্যাচের আগে পর্যন্ত লিগ টেবিলের একটি বাড়তি ম্যাচের এডভান্টেজ ছিল এফসি গোয়ার কাছে। তারা ছাপিয়ে যেতে পারত অনেকটাই কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ করে নর্থইস্ট ইউনাইটেড এফসি। Indian Super league
অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টস এর স্কোয়াড এ নামিদামি বিদেশি থাকা স্বত্তেও নরবরে দেখাচ্ছিল জুয়ান ফেরান্দোর অধীনে। কিন্তু বর্তমানে পরিবর্তন হয় হেড কোচের।নিয়ে আসা হয় ইন্ডিয়ান সুপার লিগ কাঁপানো কোচ এন্টোনিও লোপেজ হাবাসকে। দায়িত্বে আসার পর পরই যেনো ছন্দে ফিরছে তারা।
এফসি গোয়ার পরপর দুই ম্যাচে হারের পর লড়াইয়ে ফিরেছে মোহনবাগান। এখন বাড়তি ম্যাচের এডভান্টেজ তাদের হাতে। উরিষ্যা এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে জয় পেলেই 1 নম্বরে উঠবে তারা। Indian Super league
এখন শুধু অপেক্ষার পালা সময়ই বলে দেবে কার হাতে উঠবে লিগ শিরোপা। Indian Super league
আরোও পড়ুন,দুর্দান্ত জয় ভারতের। ডবল সেঞ্চুরি করলেন জয়সওয়াল। এগিয়ে গেল ভারত।