Blue Aadhar card:বর্তমানে আধার কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মনে চলছে সংশয়। কারণ বাতিল করা হয়েছে বহু সংখ্যক আধার কার্ড। কি কারণে আধার কার্ড বাতিল করা হয়েছে তি নিয়ে ধূঁয়াশা রয়েই গেছে আমজনতার।
তারই মধ্যে আধার কার্ড নিয়ে আরও একটি খবর ছড়িয়ে পড়েছে ব্লু আধার কার্ড বা নীল রঙের আধার কার্ড নিয়ে। আসলেই কি ব্লু আধার কার্ড বলে কিছু হয়? আর যদি হয়েই থাকে তাহলে কারা পেয়ে থাকেন ব্লু আধার কার্ড? আজ এই ব্লু আধার কার্ড নিয়েই আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
ব্লু আধার কার্ড কি এবং কিভাবে পাওয়া যাবে? Blue Aadhar card 2024
ব্লু আধার কার্ড কাদের দেওয়া হয়?
ব্লু আধার কার্ড মূলত বাচ্চাদের জন্য দেওয়া হয়। এর আগে বাচ্চাদের জন্য কোনো আধার কার্ড ছিল না তাই সমস্যায় পড়ত সাধারণ মানুষেরা। ফলস্বরূপ 2018 সালে UIDAI 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য চালু করে আধার কার্ড। যার রং ব্লু করা হয়। Blue Aadhar card
ব্লু আধার কার্ড কি এবং এর রং ব্লু করা হয় কেন?
এই আধার কার্ড মূলত 5 বছরের কম বয়সী শিশুদের জন্য। তাই ব্লু আধার কার্ডকে বাল আধার কার্ড বা শিশু আধার কার্ডও বলা যেতে পারে। মূলত এই আধার কার্ড যে শুধু বাচ্চাদের জন্য তা বোঝাতেই এর রং ব্লু করা হয়। Blue Aadhar card
আরও পড়ুন: পুরাতন আধার কার্ড বাতিল ! আপনার আধার কার্ড ঠিক আছে তো? চেক করে নিন।