আধার কার্ড আপডেট: বর্তমানে আধার কার্ড আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রত্যেকটি জায়গায় দরকার। ব্যাংক কিংবা কোন সরকারি প্রতিষ্ঠান যেখানেই যাবেন সেখানেই দরকার হয়। প্রতি আধার কার্ড আলোচনার শিখরে রয়েছে। বাতিল হয়েছে লক্ষাধিক আধার কার্ড।
এরই মধ্যে কেউ যদি চান তার কার্ডে কোনো তথ্য আপডেট করবেন তাহলে বর্তমানে তা বিনামূল্যেই করার সুযোগ পেতে চলেছেন। জানা যাচ্ছে UIDAI চলতি বছরের আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ দিয়েছে। কিন্তু এবার এই সময়সীমা বাড়ানো হয়েছে।
UIDAI একটি অফিস বিজ্ঞপ্তি জারি করেছে 6 সেপ্টেম্বর। যেখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে My Aadhaar পোর্টালের মাধ্যমে। এর পাশাপাশি বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা নিয়ে জনগণের চাহিদা নজর কাড়ার মতো তাই UIDAI এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আধার কার্ড আপডেট করার তারিখ কত দিন বাড়ানো হলো
জনগণের সাড়া পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এর সময়সীমা আগামী আরও তিন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে । এক্ষেত্রে My Aadhaar পোর্টালে ফ্রিতে হবে আধার কার্ড আপডেট।
কয়েক মাস ধরেই UIDAI মানুষকে তাদের আধার কার্ড আপডেটের জন্য উৎসাহিত করে আসছে। যাদের আধার কার্ডের বয়স ১০ বছর পার হয়ে গেছে তাদের আধার কার্ড আপডেট করতে হবে, আপডেট করার জন্য আইডি এবং ঠিকানার প্রামাণ্য নথি আপলোড করে জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদির মতো ডেমোগ্রাফিক বিবরণ আপডেট করতে হবে।
কিভাবে আধার কার্ড আপডেট করবেন
আধার কার্ড আপডেট করার জন্য সর্বপ্রথম আপনাকে UIDAI এর ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার এ ওটিপি ভেরিফিকেশন করে লগইন করে নিতে হবে। এর ডকুমেন্টস ভেরিফিকেশন অপশনে গিয়ে নির্দিষ্ট তথ্য আপলোড করতে হবে।
আরও পড়ুন: ব্লু আধার কার্ড কী? কিভাবে পাবেন এই পরিষেবা।