Group C চাকরি: গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ। বেতন শুরু 28,900 থেকে

Published On:

পশ্চিমবঙ্গে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ। আবেদন করার পদ্ধতি, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

Group c Job Recruitment / গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ

কোন পদে নিয়োগ করা হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে গ্ৰুপ সি লেভেলের স্টেনোগ্ৰাফার পদে

মোট শূন্য পদের সংখ্যা 

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা একাধিক।

বয়সসীমা

এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের নূন্যতম বয়স 18 বছর হতে হবে। এবং এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে 32। বয়সের হিসেব করতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা

যে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চাই বা চাকরি করতে চাই তাদের এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা  উচ্চমাধ্যমিক পাশ বা তার সমতুল্য কোনো ডিগ্ৰি থাকতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের যেহেতু গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে তাই অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে বা টাইপিং স্পিড ভালো হতে হবে।

বেতন কাঠামো

মে সমস্ত প্রার্থী গন এঈ পদগুলিতে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন শুরু হবে 28,900 টাকা থেকে এবং সর্বাধিক মাসিক বেতন পাবেন 74,200  টাকা পর্যন্ত।

আবেদন ফি কত টাকা লাগবে

অফলাইনে আবেদন করার সময় চাকরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে সাধারণদের 800 টাকা এবং রিজার্ভ জাতিগোষ্ঠীর ক্ষেত্রে আবেদন ফি 300 টাকা জমা করতে হবে। আবেদন ফি জমা করা যাবে পোস্টাল অর্ডারের মাধ্যমে।

আবেদন করার পদ্ধতি

অফলাইনে আবেদন করার পদ্ধতি –

  • প্রথমে একটি বৈধ (8.5×14) আবেদনপত্র প্রস্তুত করতে হবে যা অফিসিয়াল নোটিশ অনুযায়ী সঠিক হতে হবে।
  • এরপর ওই আবেদন পত্রটি নিজের দায়িত্বে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
  • ওই আবেদনপত্রে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে
  • আবেদন পত্রটি এবং প্রয়োজনীয়  সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে।
  • এরপর ওই আবেদন পত্রটি নির্দিষ্ট স্থানে যথাসময়ের আগেই পৌঁছে দিতে  হবে।

আবেদন পত্র জমা দেওয়ার তারিখ

15 মার্চ 2024 এই তারিখের মধ্যে আবেদন পত্রটি নির্দিষ্ট স্থানে জমা করতে হবে। ঠিকানা জানতে অফিসিয়াল নোটিশ দেখুন। লিংক নীচে দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • কম্পিউটার সার্টিফিকেট
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের রঙিন ফটো
  • অন্যান্য জরুরী ডকুমেন্টস

আরও পড়ুন: বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024

অফিসিয়াল নোটিশ – এখানে ক্লিক করুন

Disclaimer:আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।

Join Our Group

Join Telegram