IRCTC রেলের চাকরি : মাধ্যমিক পাশে IRCTC রেলের চাকরি ! বেতন শুনলে চমকে যাবেন

Published On:

IRCTC রেলের চাকরি : আপনি কি বেকার , চাকরি খুঁজছেন? তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। এই দুর্মূল্যের বাজারে চাকরি পাওয়া খুব একটা সহজ কাজ নয়। তবে ভোট পূর্ববর্তী সময়ে আপনার জন্য রয়েছে একটি বিরাট সুযোগ। আপনিও পেতে পারেন এই কাজ। 

সম্প্রতি IRCTC রেলের কিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে নূন্যতম শিক্ষা যোগ্যতায় পেতে পারেন চাকরি। দেখুন কিভাবে আবেদন করবেন, বয়স কত হতে হবে, বেতন, কারা আবেদন করতে পারবেন, ইত্যাদি। সমস্ত কিছু বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন

IRCTC রেলের চাকরির সমস্ত তথ্য

কোন কোন পদে নিয়োগ করা হবে?

IRCTC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে করা হবে কর্মী নিয়োগ। যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল – 

  1. এক্সিকিউটিভ এইচআর
  2. মিডিয়া কো-অরডিনেটর
  3. এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট
  4. হিউম্যান রিসোর্স ট্রেনিং
  5. কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা

আইআরসিটিসির অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যেমন কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং এসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই করা থাকতে হবে। তবে বাকি অন্যান্য পদগুলির জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক বা গ্ৰ্যাজুয়েশন পাশ। IRCTC রেলের চাকরি

মোট শূন্য পদের সংখ্যা

শূন্য পদের সংখ্যা জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। লিংক নীচে দেওয়া হয়েছে।

বেতন কাঠামো

অফিসার নোটিশ অনুযায়ী এই পথগুলিতে মূলত নিয়োগ দেয়া হবে অ্যাপ্রেন্টিস হিসেবে এবং এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের মাসিক নয় হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

আরও পড়ুন: বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024

বয়সসীমা

এই পদের জন্য যারা আবেদন করবে বলে ভাবছেন তাদের বয়স নির্দিষ্ট একটি  বয়সসীমার মধ্যে থাকলে তবেই করতে পারবেন আবেদন। এক্ষেত্রে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত হতে পারে। তবে রিচার্জ জাতি গোষ্ঠী এসসি বা এসটিরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছরের ছাড় পেতে পারেন।

IRCTC ওয়েবসাইট সাইটে আবেদন জানানোর পদ্ধতি

  1. এই পদের জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে ভ্রমণ করতে হবে।
  2. এরপর আপনার একটি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  3. এবার এপ্লাই অপসনে ক্লিক করে আবেদন ফর্মটি নির্ভুলভাবে নিজের দায়িত্বে ফিলাপ করে নিতে হবে
  4. এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ও আপনার সিগনেচার বা স্বাক্ষর নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করে দিতে হবে

IRCTC রেলের চাকরির আবেদন করার শেষ তারিখ

IRCTC রেলের এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ হল 27 ফেব্রুয়ারি 2024। তবে আবেদন করার আগে অবশ্যই নিজের দায়িত্বে ভালো করে অফিসিয়াল নোটিশ দেখুন। এবং শর্তসাপেক্ষে মেনে তারপর আবেদন করুন।

অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন।

অফিসিয়াল নোটিশ – এখানে ক্লিক করুন

Join Our Group

Join Telegram