আপনি কি জানেন ? এবার থেকে SBI ব্যাঙ্ক রবিবার খোলা থাকবে! কিন্তু ছুটি থাকবে এই বার , দেখুন তাড়াতাড়ি

Published On:

SBI :এই অনলাইন পরিষেবার দিনে ব্যাঙ্ক যেন একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। মোটা টাকার লেনদেন থেকে শুরু করে ছোটখাটো কিছু করতে গেলেও প্রয়োজন হয় ব্যাঙ্কের। যদিও অনলাইন পেমেন্টস এসে অনেকটাই সুবিধা হয়েছে। তবে সাধারণ খেটে খাওয়া মানুষদের কাছে তা আজও যেন অধরা। এই প্রসঙ্গে বলতে গেলে শোনা যায় জালিয়াতির অভিযোগ। তাই তারা সরাসরি ব্যাঙ্কে যেতই পছন্দ করেন।

মাসের প্রত্যেক রবিবার এবং দ্বীতিয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক পরিষেবা। এর জন্য হয়রানিও হয় অনেক। তবে এবার রবিবারও চালু থাকবে ব্যাঙ্ক, সম্প্রতি এমনই একটি ঘোষণা দিয়েছে SBI বা স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। অবাক হচ্ছেন! দেখুন বিস্তারিত।

State Bank of India এর  গোবন্ডি তে একটি শাখা রয়েছে। মূলত এটি একটি সংখ্যালঘু এলাকা হওয়ায় এরুপ সিদ্ধান্ত দিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক। এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধার কথা চিন্তা করে রবিবার ব্যাঙ্ক খোলা রাখা হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। এবং রবিবারের পরিবর্তে শুক্রবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্কের এইরকম সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তবে উচ্চপদস্থ কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিয়ে কিছু বলেননি।

আরও পড়ুন: কীভাবে কমবে মশা জানালো WHO

অফিসিয়াল নোটিশ অনুযায়ী গোবন্ডি শাখা 1 ডিসেম্বর থেকে প্রতি শুক্রবার বন্ধ থাকবে। এবং নিয়ম অনুসারে দ্বীতিয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। এক্ষেত্রে ব্যাঙ্ক খোলার সময় থাকবে অপরিবর্তিত। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে গ্ৰাহকদের সুবিধার্থে দেশের আরও বিভিন্ন শাখায়ও রবিবার অর্ধেক টাইম খোলা রাখা হয় ব্যাঙ্ক।

Join Our Group

Join Telegram