ব্যাঙ্কে কেওয়াইসি করানোটা সাধারণ মানুষের জন্য যেন এক বিরক্তি কর কাজ। ব্যাঙ্কে প্রায়শই দেখা যায় লম্বা লাইন। KYC না করা থাকলে বন্ধ হয়ে যায় লেনদেন। এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিসেবার ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে এবার আপনি যদি চান তাহলে বাড়িতে বসেই কেওয়াইসি করিয়ে নিতে পারবেন। সম্প্রতি এমনই একটি ঘোষণা দিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)
ব্যাঙ্ক অফ বরোদাই অনলাইনে KYC করার প্রক্রিয়া। Bank of Baroda online kyc process
ঠিকই শুনেছেন, আপনার যদি ব্যাঙ্ক অফ বরোদাই একাউন্ট থাকে তাহলে আপনি চাইলেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করিয়ে নিতে পারবেন। ভিডিও কলের মাধ্যমে করা যাবে এই পদ্ধতি।
শুধুমাত্র ব্যাঙ্ক অফ বরোদার একাউন্ট হোল্ডাররাই এই প্রক্রিয়ায় কেওয়াইসি করতে পারবেন। এক্ষেত্রে বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। থাকতে হবে আধার এবং প্যান কার্ড। অনলাইনে কেওয়াইসি করানোর জন্য ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে KYC করার জন্য আবেদন করতে হবে। আবেদন জমা করার ব্যাঙ্ক এক্সিকিউটিভরা আপনার ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ন পদ্ধতিটি করে দেবে।
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024
এই পদ্ধতিতে KYC করার জন্য অবশ্যই প্যান কার্ড, একটি সাদা কাগজ ও একটি কালো বা নীল কালির পেন কাছে রাখতে হবে। এবং এই প্রক্রিয়া চালু থাকবে নির্ধারিত ব্যাঙ্কিং সময়ে অর্থাৎ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কেওয়াইসি করা প্রক্রিয়া সম্পন্ন হলে সমস্ত তথ্য ব্যাঙ্কের রেকর্ডে জমা থাকবে এবং কেওয়াইসি হয়ে গেলে মেসেজের মাধ্যমে গ্ৰাহকদের জানিয়ে দেওয়া হবে।
যতটা সম্ভব সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ভূলত্রুটি হয়ে থাকলে তা মার্জনীয় এবং আমরা ক্ষমাপ্রার্থী।