দশম শ্রেণী বাংলা প্রথম ইউনিট টেস্ট সাজেশন : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন বাংলা। Class IX Bengali First Unit test exam suggestion 2024 | WBBSE Class 10th Bengali First Unit Test Exam Suggestion 2024 |পরীক্ষা প্রস্তুতির জন্য দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা সাজেশন.প্রশ্ন উত্তর গুলি গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । দশম শ্রেণি সাজেশন । Class Ten Bengali important Suggestion 2024 , Class 10 test exam suggestion 2024, দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র 2024 ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
দশম শ্রেণী বাংলা প্রথম ইউনিট টেস্ট সাজেশন 2024 | Class 10 Bengali First Summative Test Suggestion 2024
পশ্চিমবঙ্গ দশম শ্রেণির প্রথম পরীক্ষা বাংলা সাজেশন 2024, দশম শ্রেণী বাংলা প্রথম ইউনিট টেস্ট সাজেশন প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
দশম শ্রেণী বাংলা 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ দশম শ্রেণী Class 10 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, দশম শ্রেণী বাংলা পরীক্ষার সাজেশন 2024 –Class Ten Bengali 1st Unit Test 2024, দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন উত্তর নিচে দেওয়া হয়েছে।
Class 10 Bengali First Unit Test Exam Suggestion | দশম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন
First Unit Test Exam Suggestion 2024
Class: 10 (দশম শ্রেনী)
Subject : Bengali (বাংলা)
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
[ প্রতিটি প্রশ্নের মান – ১ ]
- ‘এবিষয়ে সন্দেহ ছিল তপনের।’ – কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল ?
- “একটু ‘কারেকশান’ করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে।” – কে, কী ছাপানোর কথা বলেছেন?
- ‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।” –কোন্ কথাটা চায়ের টেবিলে উঠেছিল?
- তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল?
- “নতুন মেসোকে দেখে জানল সেটা।”— নতুন মেসোকে দেখে উদ্দিষ্ট ব্যক্তি কী জানতে পারল?
- “যেন নেশায় পেয়েছে।” – কীসের কথা বলা হয়েছে?
- ‘সারা বাড়িতে শোরগোল পড়ে যায়,’ কেন ?
- ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।’ – কোন্ কথাটা ?
- “তার চেয়ে দুঃখের কিছু নেই,” — কোন্ বিষয়ে একথা বলা হয়েছে ?
- ‘অসুখী একজন’ কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?
- অসুখী একজন’ কবিতায় কে, কাকে, কোথায় ছেড়ে দিয়েছিল?
- ‘সে জানত না…’ – কার, কী না জানার কথা বলা হয়েছে ?
- “শিশু আর বাড়িরা খুন হলো” – “শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল কেন?
- শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল ?
- সব চূর্ণ হয়ে গেল’- – কী কী চূর্ণ হয়ে গেল?
- ‘অসুখী একজন’ কবিতায় একটি বিশেষ সুর ধ্বনিত হয়েছে – সেটি কী?
ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :
[প্রতিটি প্রশ্নের মান – ৩ ]
- ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। – কোন্ কথা শুনে, কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? ‘মার্বেল হয়ে গেল’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? তপন কী শুনেছিল?
- ‘রত্নের মূল্য জহুরির কাছেই।’ — উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। কে, কখন একথা ভেবেছে?
- “যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।” – ‘আহ্লাদ’ হবার কথা ছিল কেন? ‘আহ্লাদ খুঁজে’ না পাওয়ার কারণ কী?
- ‘শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন।’ – তপন কী সংকল্প করে?
- “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!” – কোন্ দুঃখ ও অপমানের কথা এখানে বলা হয়েছে বুঝিয়ে দাও ।
- ‘আমি তাকে ছেড়ে দিলাম’ – ‘আমি’ কে? ‘তাকে’ বলতে কার কথা বোঝানো হয়েছে? তাকে কোথায় ছেড়ে দিলাম ?
- “একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।” – সপ্তাহ আর বছর কেটে যাওয়ার কথা কোথায় আছে? এই সময়ের মধ্যে কী কী ঘটনা ঘটেছিল?
- ‘নেমে এল তার মাথার ওপর।’- কার মাথার ওপর, কী নেমে এসেছিল? তা কেনই বা নেমে এসেছিল?
- ‘সেই মেয়েটির মৃত্যু হলো না।’কোন্ মেয়েটির কথা বলা হয়েছে? কেন এমন বলা হয়েছে ?
- ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না।’ “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।” – কোন্ কোন্ জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী?
রচনাধর্মী প্রশ্ন : 5
[প্রতিটি প্রশ্নের মান -৫ ]
- জ্ঞানচক্ষু খুলে গেল তপনের’ • জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল ?
- “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” – অলৌকিক ঘটনাটি কী? কার মধ্যে, কেন এমন ভাবনার উদয় হয়েছিল? ‘অলৌকিক ঘটনা’র আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি কেন?
- ‘জ্ঞানচক্ষু’ গল্পে জ্ঞানচক্ষু বলতে কী বোঝানো হয়েছে ? গল্পটি পড়ে তুমি কী শিক্ষা পেলে, লেখো। ‘জ্ঞানচক্ষু’গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
- ‘আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।’ – মেয়েটি কীসের প্রতীক হিসেবে কবিতায় প্রতিভাত হয়েছে? ‘মেয়েটি আমার অপেক্ষায়’ এর দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
- ‘অসুখী একজন’ কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো ।
- ‘তারপর যুদ্ধ এল’ – ‘তারপর’ বলতে কী বোঝানো হয়েছে? যুদ্ধ কীভাবে ঘটল? যুদ্ধ এলে কী কী ঘটল “যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।” –
- ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো।
- ‘আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।” – কারা কালি তৈরি করতেন? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন?
- ‘প্রাচীনেরা বলতেন …’ – কী বলতেন? সহজে কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো।
- কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।’ কাদের প্রতি কার উক্তি? কেন লেখক এমন মন্তব্য করেছেন প্রসঙ্গ নির্দেশ করে, আলোচনা করো।
- ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেন-এর জন্ম ইতিহাস লেখো।
- ‘জন্ম নিল ফাউন্টেন পেন’ – ফাউন্টেন পেনের স্রষ্টা কে? কীভাবে তার জন্ম হয়েছিল।
- ‘আজ বারুণী। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি,’ – বারুণী কী ? গঙ্গাতীরের বর্ণনা প্রসঙ্গক্রমে পাঠ্যাংশে যেভাবে ধরা পড়েছে, গুছিয়ে লেখো।
- “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না।” — বক্তা কাকে, কেন একথা বলেছিলেন?
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (২০টি শব্দে)
- ‘কারও সঙ্গে কলম নেই।’ – কলম ছাড়া সকলে লেখে কীভাবে?
- লেখক শ্রীপান্থ ছোটোবেলায় কীসে ‘হোম টাস্ক’ করতেন?
- “আমরা ফেরার পথে কোনও পুকুরে তা ফেলে দিয়ে আসতাম।” – বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন?
- ‘এই ছিল তাঁদের ব্যবস্থাপত্র।’- ভালো কালি তৈরির ব্যবস্থাপত্র কী ছিল?
- ‘কুইল’ এখন কোথায় দেখতে পাওয়া যায় ?
- দু-জন সাহিত্যিকের নাম করো যাঁদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা।
- ‘এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে।’ – উক্তিটি কে, কাকে করেছিলেন? নেশাটি কী ছিল?
- রিজার্ভার পেন কাকে বলে ?
- ফাউন্টেন পেনকে দামি ও পোক্ত করার উপায়টি লেখো।
- ‘সোনার দোয়াত কলম যে সত্যই হতো’ তা লেখক কীভাবে জেনেছিলেন?
- ‘হারিয়ে যাওয়া কালি কলম’-এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম?
- ‘সে কলমের সোনার অঙ্গ, হিরের হৃদয়।’ – কোন্ কলমের কথা বলা হয়েছে ?
- লিপি-কুশলী কাদের বলা হত?
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন বাংলা
File Format:- Pdf
File Location:- Google Drive
Download: click Here to Download
আরোও দেখুন : দশম শ্রেণী ইতিহাস প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন প্রশ্ন উত্তর
Class 10 English First unit test Suggestion 2024
দশম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা কবে হয়?
দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা বা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা বা দশম শ্রেণীর প্রথম পরীক্ষা মার্চ এপ্রিল মাসে নেয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে।
দশম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কোথায় পাওয়া যাবে ?
আপনি যদি এ বছর দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করুন। আপনি এখান থেকে দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তর ও প্রতিটি বিষয়ের সম্পূর্ণ নোট সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন ওয়েস্ট বেঙ্গল টুডে ওয়েবসাইট থেকে।