গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্ন ও উত্তর: আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রাকটিস সেট প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat practice set questions answers in bengali | WB Gram Panchayat Recruitment Exam questions answers in bengali | পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর | সেট – 02 | WB Gram Panchayat Exam Important questions answers in bengali
আমরা পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Gram Panchayat Exam Important questions answers in bengali 2024
1, মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস হল-
(a) ঝাঁসির রানী
(b) অরণ্যের অধিকার
(c) হাজার চুরাশির মা
(d) বেনে বউ
2. কার্ল মার্কস রচিত “কমিউনিস্ট ম্যানিফেস্টো” কবে প্রকাশিত হয়—
(a). 1848
(b) 1860
(c) 1875
(d) 1993 সালে
3. “মহাত্মা গান্ধী” সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছিল—
(a) গঙ্গা
(b) কাবেরী
(c) মহানদী
(d) মহানদী
4. বিপর্যয় লঘুকরন দিবস কবে পালিত হয়—
(a) 10 ই সেপ্টেম্বর
(b) 10 ই অক্টোবর .
(e) 10 ই নভেম্বর
(d) 10 ই ডিসেম্বর
5. দাবানলের দেশ বলা হয়-
(a) ব্রাজিলকে
(b) অস্ট্রেলিয়াকে
(e) কানাডাকে
(d) জাপানকে
6. জীববৈচিত্র্যে পৃথিবীতে ভারতের স্থান –
(a) অষ্টম
(b)দশম
(c) নবম
(d) একাদশ
7. কাবেরী নদীর জলবন্টনগত বিরােধ রয়েছে-
(a) কর্নাটক ও কেরালা
(b) কর্নাটক ও গােয়া
(c) কাটক ও তামিলনাড়ু
(d) অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা
৪. সম্প্রতি কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাস্তার নামকরন হয়েছে
(a) ইটালি
(b) ফ্রান্স
(c) রাশিয়া
(d) ইজরায়েল
9. প্রথম বাইনারী সিস্টেম চালু করেন-
(a) টমাস হ্যারিয়ট
(b) টমাস অ্যাডিসন
(c) রবাট টেলর
(d) বিল গেটস
10. আজুরী বলতে কোন দেশের ফুটবল দলকে
বােঝায়-
(a) ফ্রান্স
(b) ইটালি
(C) উরুগুয়ে
(d) কোরিয়া
11, অতিবেগুনি রশ্মি প্রথম পর্যবেক্ষন করেন—
(a) জন উইলহেনস রিটার
(b) টমাস হ্যারিট
(C) স্লেনবি
(d) ডবসন
12, পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম -এর সঞ্চয় ভাণ্ডার আছে-
(a) দক্ষিন আফ্রিকা
(b) ব্রাজিল
(C) অস্ট্রেলিয়া
(d) ইজরায়েল
13, সবচেয়ে বেশী শক্তিশালী আলাে হল-
(a) লাল আলাে
(b) সবুজ আলাে
(c) নীল আলাে
(d) বেগুনি আলাে
14. এলিফ্যান্টপাস অবস্থিত
(a) পাকিস্তানে
(b) শ্রীলঙ্কায়
(c) মায়ানমারে
(d) মালদ্বীপে
15, রােলাঁ গারাে কোন খেলার সাথে যুক্ত
(a) ব্যাডমিন্টন
(b) টেনিস
(c) হকি
(d) টেবিল টেনিস
16. পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন—
(a) প্রফুল্লচন্দ্র সেন
(b) অজয়কুমার মুখার্জী
(C) বিধানচন্দ্র রায়
(d) প্রফুল্লচন্দ্র রায়
17. পৃথিবীর সবচেয়ে বেশি লােক কথা বলে যে
ভাষায়
(a) ইংলিশ
(b) রাশিয়ান
(c) মান্দারিন
(d) হিন্দি
18. ডিম উৎপাদন বৃদ্ধিকে বলে—
(a) গােলাকার বিপ্লব
(b) রূপালি বিপ্লব
(c) বাদামী বিপ্লব
(d) গােলাপি বিপ্লব
19, “গনেশজননী” চিত্রকলা কার আঁকা-
(a) গগনেন্দ্রনাথ ঠাকুর
(b) নন্দলাল বসু
(C) যামিনী রায়
(d) অবনীন্দ্রনাথ ঠাকুর
20, পৃথিবীতে কোন ফলের চাষ সর্বাধিক করা হয়—
(a) আপেল
(b) আঙুর
(c) কমলালেবু
(d) কলা
21. কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন—
(a) কুলাচরন দাশগুপ্ত
(b) ফনিভূষন চক্রবর্তী
(c) শঙ্করপ্রসাদ মিত্র
(d) হিমাংশু কুমার বসু
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । গ্রাম পঞ্চায়েত প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড ।পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট 02 , Gram Panchayat Exam questions answers in bengali pdf ,গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ প্রশ্ন ও উত্তর | গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সেট ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাই ভিজিট করুন।প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
Download:- Click here to download