আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রাকটিস সেট প্রশ্ন ও উত্তর। WB Gram Panchayat practice set questions answers in bengali | WB Gram Panchayat Recruitment Exam questions answers in bengali | পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর | সেট – 04 | WB Gram Panchayat Exam Practice set
আমরা পঞ্চায়েতে কর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Gram Panchayat Exam Important questions answers in bengali 2024
প্রশ্ন : . বৃক্কের পাথর মূলত কী— উত্তর : অক্সালেটের কেলাস।
প্রশ্ন : . পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে কী বলে— উত্তর : এন্টোমেফিলি।
প্রশ্ন : . লিভার সিরোসিসের প্রধান কারণ কী— উত্তর : অত্যধিক মদ্যপান।
প্রশ্ন : . কোন শ্রেণির মাছের ফুলকা কানকুয়া থাকে— উত্তর : অস্থিময় শ্রেণির।
প্রশ্ন : . উদ্ভিদজগতে শৈবাল ও ছত্রাককে একত্রে কী বলে উত্তর : উত্তর : থ্যালোফাইটা।
প্রশ্ন : . যে নালিকা বাণ্ডিলে ফ্লোয়েমকে ঘিরে জাইলেম থাকে, তাকে কী বলে— উত্তর : লেপ্টোসেন্ট্রিক।
প্রশ্ন : . কী কারণে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধে না— উত্তর : হেপারিন থাকার জন্য।
প্রশ্ন : . ফিতাকৃমির কোন তন্ত্রের দরকার হয় না— উত্তর : পাচনতন্ত্র।
প্রশ্ন : . মুক্তপঞ্জী পুষ্প থেকে তৈরি ফলের নাম কী— উত্তর : গুচ্ছিত ফল।
প্রশ্ন : . বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন— উত্তর : হর্ষক।
প্রশ্ন : . জৈনধর্মের মূল লক্ষ্য কী— উত্তর : আত্মার মুক্তি।
প্রশ্ন : . ‘কুলপা’ কাকে বলা হত— উত্তর : পরিবারের কর্তাকে।
প্রশ্ন : . কোন শিলাকে ‘স্তরীভূত শিলা’ বলে— উত্তর : পাললিক শিলা।
প্রশ্ন : . কয়লা কোন শ্রেণির শিলা— উত্তর : জৈব শিলা বা, অঙ্গারময়।
প্রশ্ন : কী ধরণের শিলাগঠিত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখতে পাওয়া যায়— উ : চুনাপাথর গঠিত অঞ্চলে।
প্রশ্ন : . তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কী— উত্তর : সাংপো।
প্রশ্ন : . পলি, কাদা প্রভৃতি পদার্থ নদী কীভাবে বহন করে— উত্তর : ভাসমান প্রক্রিয়ায়।
প্রশ্ন : . একটি নিয়ত বায়ুপ্রবাহের নাম কী— উত্তর : আয়ন বায়ু।
প্রশ্ন : . কাদাপাথর পরিবর্তিত হয়ে কীসে পরিণত হয়— উত্তর : স্লেট পাথরে।
প্রশ্ন : . ভারতের কোন সীমান্তে নেপাল অবস্থিত— উত্তর : উত্তর সীমান্তে।
প্রশ্ন : . পৃথিবীর গতিশীলতা কোন বিজ্ঞানী প্রমাণ করেন— উত্তর : ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট।
প্রশ্ন : . হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন— উত্তর : স্যার এডমন্ড হ্যালি।
প্রশ্ন : . পানীয় জলে পারদের গ্রাহ্য মাত্রা কত ? উত্তর : ০.০০২mg।
প্রশ্ন : . ‘ব্ল্যাক ফুট ডিজিজ’ -এর জন্য দায়ী দূষক পদার্থটি হল— উত্তর : আর্সেনিক।
প্রশ্ন : . লিউকোমিয়া ওষুধ তৈরি হয় কি থেকে ? উত্তর : নয়নতারা উদ্ভিদ থেকে।
প্রশ্ন : শিল্প কেন্দ্রের ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ? উত্তর : ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর।
প্রশ্ন : পদার্থবিজ্ঞানে ফোর্থ ডাইমেনশনের আবিষ্কর্তা কে ? উত্তর : আইনস্টাইন।
প্রশ্ন : কোন ভিটামিন রক্ততঞ্চন রোধে সহায়তা করে ? উত্তর : ভিটামিন K।
প্রশ্ন : পরিণত মানুষের হৃদপিন্ডের ওজন কত ? উত্তর : ৩০০ গ্রাম।
প্রশ্ন : বায়ুতে Co2 -এর পরিমাণ কত ? উত্তর : ০.০৩%।
প্রশ্ন : বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ? উত্তর : N2।
প্রশ্ন : কাচের উপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় ? উত্তর : হাইড্রোক্লোরিক অ্যাসিড।
প্রশ্ন : ওয়েল্ডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ? উত্তর : অ্যাসিটিলিন।
প্রশ্ন : উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ? উত্তর : হাইড্রোজেন।
প্রশ্ন : ‘Gunmetal’-এর মূল উপাদান গুলি কি কি ? উত্তর : তামা ৮৮%, টিন ৮-১০%, জিঙ্ক ২-৪%।
প্রশ্ন : মানুষের রক্তের স্বাভাবিক উষ্ণতা কত ? উত্তর : ৯৮.৬⁰F / ৩৭⁰C।
প্রশ্ন : ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ? উত্তর : আলেকজান্ডার কানিংহাম।
প্রশ্ন : উদ্ভিদের ফুল ফোটাতে কোন হরমোন সাহায্য করে ? উত্তর : ফ্লোরিজেন।
প্রশ্ন : ‘বার’ কিসের একক ? উত্তর : বায়ুমণ্ডলীয় চাপের একক।
প্রশ্ন : লোহার সবচেয়ে খাঁটি রূপ হল- উত্তর : রড আয়রন।
প্রশ্ন : জলের সর্বোচ্চ ঘনত্ব কত ? উত্তর : ৪⁰C।
প্রশ্ন : মানুষের শরীরে সর্ববৃহৎ হাড় কি ? উত্তর : ফিমার।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । গ্রাম পঞ্চায়েত প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড ।পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট 04 , Gram Panchayat Exam questions answers in bengali pdf ,গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ প্রশ্ন ও উত্তর | গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সেট ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাই ভিজিট করুন।প্রতিদিন বাড়িতে বসে YouTube Live Class এর মাধ্যমে ক্লাস করতে চাইলে আমাদের YouTube Channel এ ভিজিট করো ও Subscribe করে নাও।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
Download:- Click here to download