Job News Desk: নবদোয় বিদ্যালয় সমিতিতে নন টিচিং পোস্টে মোট 1377 টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল ভাবি করতে প্রকাশিত করা হয়েছে । ভারত সহ পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
কেন্দ্রীয় সরকারি স্কুলে স্টাফ পদে নিয়োগের বিস্তারিত তথ্য
পদের নাম :
- মহিলা স্টাফ নার্স (121 টি শূন্যপদ রয়েছে)
- অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার ( 5 টি শূন্যপদ রয়েছে)
- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট (381 টি শূন্যপদ রয়েছে।)
- অডিট অ্যাসিস্টেন্ট (12 টি শূন্যপদ রয়েছে)
- জুনিয়র ট্রানস্লেশন অফিসার (4 টি শূন্যপদ রয়েছে)
- লিগ্যাল অ্যাসিস্টেন্ট (1 টি শূন্যপদ রয়েছে)
- স্টেনোগ্রাফার (23 টি শূন্যপদ রয়েছে)
- কম্পিউটার অপারেটর (2 টি শূন্যপদ রয়েছে)
- ক্যাটারিং সুপারভাইজার (78 টি শূন্যপদ রয়েছে।)
- ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার
- ল্যাব অ্যাটেন্ডেন্ট
- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শিক্ষাগত যোগ্যতা:
উপরে উল্লেখিত পথগুলির জন্য আবেদন করার জন্য প্রার্থীদের বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন রকম শিক্ষাগতার প্রয়োজন।। শিক্ষাগতযোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
প্রার্থীদের বয়সসীমা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এর মধ্যে 40 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন :
মাসিক বেতন 18000 থেকে 142400 টাকা পর্যন্ত ।
আবেদন পদ্ধতি
- অনলাইনে আবেদন করতে www.navodaya.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে।
- তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে
- সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করতে হবে।
আবেদন মূল্য
- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের 1000 টাকা
- অন্যান্য প্রার্থীদের 500 টাকা জমা দিতে হবে।
বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024 | বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন করার শেষ দিন 15/04/2024 তারিখ।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here