Krishak Bandhu Payment Date 2024 : ২০২৪ সালের কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা এই ভাবে দেখে নিন

Published On:

Krishak Bandhu Taka :পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য  ও উন্নত করার জন্য  বা  কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সমস্ত কৃষক শ্রেণীর মানুষদের জন্য যে প্রকল্প বা যোজনা চালু করা হয় তার নাম হলো কৃষক বন্ধু প্রকল্প  বা কৃষক বন্ধু স্কিম বা কৃষক বন্ধু যোজনা (Krishak Bandhu Scheme)|  কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল চাষী বা কৃষককে রাজ্য সরকার সরাসরি  তাদের ব্যাংক একাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বরাদ্দ টাকা প্রদান করা হয়। কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা কিভাবে জানবেন চলুন জানা যাক ।

কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা ২০২৪ : কৃষক বন্ধু টাকা কবে ডুকবে ২০২৪

  • কৃষক বন্ধু টাকা আপনার যে ব্যাঙ্ক একাউন্ট ঢুকে সেই ব্যাংকে গিয়ে চেক করুন শেষ কিস্তিটি কবে ঢুকেছে ।
  • এছাড়া আপনার ব্যাঙ্ক একাউন্টটি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার সেই মোবাইলে এ ম্যাসেজ চেক করে দেখুন টাকা ঢুকার sms এসেছে কিনা।
  •  কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা অনলাইনে দেখতে পারবেন krishakbandhu.net ওয়েবসাইট মাধ্যমে

Krishak Bandhu Status Check 2024. কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পদ্ধতি –

  • Google এ কৃষক বন্ধু প্রকল্প লিখে সার্চ করুন। তারপর www.krishakbandhu.net ওয়েবসাইটি আপনার মোবাইলে ওপেন করুন।
  • তারপর “নথিভুক্ত কৃষকের তথ্য” অপসন এ ক্লিক করতে হবে।
  • এবারে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনার ভোটের কার্ডের নং টি লেখার জায়গা থাকবে, সেখানে তা সঠিক ভাবে লিখুন।
  • তারপর i’m not a robot এ ক্লিক করুন।
  • সর্বশেষে Search এ ক্লিক করুন।
  • এবারে আপনার কৃষকবন্ধুর স্ট্যাটাস চলে আসবে।

Join Our Group

Join Telegram