সুভাষ মুখোপাধ্যায় জীবনী ও তার লেখা কবিতা, গল্প, উপন্যাস ও বিখ্যাত কাব্যগ্রন্থ এর নাম
সুভাষ মুখোপাধ্যায় ( ১৯১৯-২০০৩ ) : জন্ম নদিয়ার কৃয়নগরে । অধুনা বাংলাদেশের রাজশাহির নওগাঁয় যাওয়ার আগে পর্যন্ত সুভাষের শৈশব কেটেছিল কলকাতায় , ৫০ নম্বর নেবুতলার গলিতে । ১৯৩০ খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরে মেজোকাকার বাসায় , বাঞ্ছারাম অর লেনে আশ্রয় নিলেন । ভরতি হলেন ক্লাস ফাইভে । মেট্রোপলিটন স্কুলে , বউবাজার শাখায় ।
বিশ শতকের তিনের দশকে দুনিয়া জুড়ে দেখা দিয়েছিল ভয়ংকর অর্থনৈতিক সংকট । তার ঝাপটা লাগে তাঁদের পরিবারেও । বউবাজার থেকে তাদের উঠে আসতে হয় দক্ষিণের শহরতলিতে । সুভাষকে ভরতি হতে হয় সত্যভামা ইন্সটিটিউশনে , সপ্তম শ্রেণিতে । এরপর নবম শ্রেণিতে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে । ১৯৩৭ থেকে ১৯৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত আশুতােষ কলেজে ও স্কটিশচার্চ কলেজে শিক্ষাগ্রহণ করেন । পরে দর্শন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ – তে ভরতি হলেও তুমুল রাজনৈতিক ব্যস্ততায় সুভাষের এম এ পরীক্ষা আর দেওয়া হয়ে ওঠেনি ।
সত্যভামা ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির ছাত্র থাকাকালীন স্কুল – ম্যাগাজিন ফল্গু – তে ছাপা ‘ কথিকা ’ – ই , তার প্রথম প্রকাশিত রচনা । সুভাষের কবিসত্তার প্রকৃত বিকাশ ঘটেবুদ্ধদেব বসুর কবিতা’পত্রিকায় । ১৯৪০ খ্রিস্টাব্দে কবিতাভবন থেকে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ পদাতিক ’ প্রকাশিত হয় ।
১৯৪৮ – এ প্রকাশিত হয় সুভাষের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ অগ্নিকোণ ” । ১৯৫০ – এ বেরােয় ‘ চিরকূট ’ । হাংরাস’তার প্রথম উপন্যাস , ১৯৭২ খ্রিস্টাব্দে প্রকাশিত । পাঁচ ও ছয়ের দশকে একের পর এক প্রকাশিত হয় নাজিম হিকমতের কবিতার বাংলা অনুবাদ , অনূদিত উপন্যাস কত মুগ্ধ ; রােজেনবার্গপত্রগুচ্ছ ; অক্ষরে অক্ষরে ; কথার কথা ; দেশবিদেশের রূপকথা ; ছােটোদের জন্য সংক্ষেপিত বাঙালির ইতিহাস ; ভূতের ব্যাগার ; যত দূরেই যাই ; কাল মধুমাস ; যখন যেখানে ; ডাকবাংলার ডায়েরি ; নারদের ডায়ারি ; যেতে যেতে দেখা ; রুশ গল্প সঞ্চয়ন । সর্বোপরি ১৯৬১ থেকে ১৯৬৩ – তিন বছর সত্যজিৎ রায়ের সঙ্গে যৌথভাবে ছােটোদের বিখ্যাত সন্দেশ পত্রিকারনবপর্যায়ের সম্পাদনাও । ১৯৬৪ – তে তিনি ‘ যত দূরেই যাই ’ কাব্যগ্রন্থের জন্য আকাদেমি পুরস্কার লাভ করেন । ছয়ের দশক থেকেই তিনি সংযুক্ত থাকেন ‘ আফ্রো – এশিয়ান রাইটার্স অ্যাসােসিয়েশন ’ – এর বিভিন্ন রকম কাজে ।
এই সূত্রে পরিচিত হন বিশ্বের খ্যাতনামা কবি ও লেখকদের সঙ্গে । ১৯৭৭ – এ অ্যাফ্রো – এশিয়ান রাইটার্স অ্যাসােসিয়েশনের ‘ লােটাস’পুরস্কারে সম্মানিত হন । সাতের দশকে এই ভাই ; ছেলে গেছে বনে ; একটু পা চালিয়ে ভাই কাব্যগ্রন্থ ছাড়াও প্রকাশিত হয় স্মরণীয় উপন্যাস হ্যাংরাস ; কে কোথায় যায় । পরের দুই দশকে উল্লেখযােগ্য বই – এর মধ্যে রয়েছে , ধর্মের কল ; ফুল ফুটুক ; পাবলাে নেরুদার আরও কবিতা ; হাফিজের কবিতা ; অমুর শতক ; গাথা সপ্তশতী অনুবাদ কাব্য , অন্তরীপ বা হানসনের অসুখ ; পঁচা – পাকা ; কমরেড ; কথা কও উপন্যাস ; আবার ডাব্বাংলার ডাকে ; ঢােলগােবিন্দর আত্মদর্শর্ন ; ঢােলগােবিন্দর মনেছিল এই : টানাপােড়েনের মাঝখানে ; কবিতার বােঝাপড়া প্রবন্ধগ্রন্থ । ছােটোদের জন্য তার ছড়ার বই ‘ মিউয়ের জন্য ছড়ানাে ছিটনাে ।
পরবর্তীকালের কাব্যগ্রন্থগুলি হলাে ‘ যা রে কাগজের নৌকা ’ ; ‘ ধর্মের কল ’ ; ‘ ছড়ানাে খুঁটি ‘ প্রভৃতি । ১৯৮৮ সালে তিনি কবির পুরস্কার লাভ করেন ।