মৃদুল দাশগুপ্ত : জন্ম ৩ এপ্রিল ১৯৫০ , শ্রীরামপুরে । পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত ও মাতা সান্ত্বনা দাশগুপ্ত । প্রথমে পূর্ণচন্দ্র বিদ্যালয় ও পরে শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউটে শিক্ষালাভ । এরপর উত্তরপাড়ার প্যারীমােহন কলেজ থেকে জীবনবিজ্ঞানের স্নাতক । কলেজ জীবনেই কবিতা লেখা শুরু । কিছুদিন শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউটে শিক্ষকতা করবার পর ১৯৭৮ খ্রিস্টাব্দ থেকে পাকাপাকিভাবে সাংবাদিকতা শুরু করেন ।
প্রথমে পরিবর্তন সাপ্তাহিক এবং তারপর ‘ যুগান্তর পত্রিকায় । ১৯৯১ খ্রিস্টাব্দে ‘ আজকাল’পত্রিকায় যােগ দেন । এখনও সেই পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন । কবি মৃদুল দাশগুপ্ত ‘ বাইসন’ও ‘ শত জলঝর্নার ধ্বনি’নামে দুটি লিটল ম্যাগাজিনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ।
প্রথম কাব্যগ্রন্থ ‘ জলপাই কাঠের এসরাজ ’ | অন্যান্য কাব্যগ্রন্থ — এভাবে কাঁদে না ‘ গােপনে হিংসার কথা বলি , ‘ সূর্যাস্তে নির্মিত গৃহ , সােনার বুদ্বুদ । সংকলিত কবিতাটি ধানক্ষেত থেকে’কাব্যগ্রন্থের অন্তর্গত । ‘ কবিতার সহায়’ও ‘ সাত – পাঁচ’নামে দুটি সদ্য সংগ্রহও প্রকাশিত হয়েছে । এছাড়া আছে ছড়ার বই ‘ আমপাতা জামপাতা ’ , ‘ ছড়া পাশ’ও ‘ রঙিন ছড়া ‘ । তিনি ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড , পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার ও রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন ।