Food SI পরীক্ষার ফলপ্রকাশ স্থগিত করল হাইকোর্ট পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এডিজি সিআইডিকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে, সব একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে। আগামী ২২ মে রিপোর্ট দিতে হবে সিআইডি-কে। পরীক্ষার ফলপ্রকাশ ও নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশও দিয়েছেন বিচারপতি।
Food SI পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে?
Food si পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষার ফলপ্রকাশ ও নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশও দিয়েছেন বিচারপতি।
2. ডাউনলোড করে নিন লুসেন্ট জেনারেল নলেজ বই PDF | lucent GK book PDF
Food SI পরীক্ষা কি বাতিল হয়ে যাবে?
WBPSC Food SI পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি| বিচারপতি CID কে নির্দেশ দিয়েছেন যে ‘’প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে, সব একসঙ্গে নিয়ে তদন্ত করতে হবে’’। এবং আগামী ২২ মে তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে ।এরপর সমস্ত তথ্য যাচাই করে তবেই বলা হবে ফুড SI পরীক্ষা 2023 বাতিল হবে কিনা!
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার কোনো বই না থাকলে দেখে নিন গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তর গুলি । সেট 05
ডাউনলোড করে নিন লুসেন্ট জেনারেল নলেজ বই PDF | lucent GK book PDF
এখনই এই 5টি সরকারি ডকুমেন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না দেখুন, না হলে হতে পারে বড় সমস্যা