চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক প্রচন্ড গরমের হাত থেকে একতলার কিংবা যেকোনো পাকার বাড়িতে শান্তিতে থাকবার একটা অত্যন্ত সহজ উপায়।
সূর্যের তাপের হাত থেকে বাড়ির ছাদকে ঠান্ডা রাখার সহজ উপায়
AC যাদের আছে তাদেরও কিন্তু এসিতে লোডটাও অনেক কম পড়বে।
কলিচুন + জিঙ্ক অক্সাইড + হোয়াইট সিমেন্ট + ফেবিকল।
ব্যবহার করার পদ্ধতি:
পাথুরে চুন পরিমাণমত কিনে নিতে হবে। পাথুরে চুন সারারাত ভিজিয়ে রেখে দেবেন সিলভারের বালতিতে বা (ভূষিমাল দোকান থেকে তেলের একটা খালি টিন কিনে এনে, সেটাতেই পারলে ভিজিয়ে রাখবেন) পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব একসাথে মিশিয়ে গাঢ় তরল আকারে করে নিলেন এবং অতঃপর একটি মগ দিয়ে ছাদে ফেলে ঝাঁটা দিয়ে দিতে হবে (ঠিক যেমনটি করে ধান ঝাড়াইয়ের পূর্বে গোবরজল দিয়ে উঠানে ঘোলা মারা হয়)।
প্রয়োজনীয় সামগ্রী বা জিনিসপত্র:
10/12 একটা রুমের জন্য
- 5 কেজি পাথুরে চুন
- 1.5 কেজি হোয়াইট সিমেন্ট
- 1.5 কেজি তরল ফেবিকল (প্যাকেটে যেটা পাওয়া যায়)
- 1 কেজি জিঙ্ক অক্সাইড।
এতেই যথেষ্ট মোটা আস্তরণ হয়ে যাবে এবং কেল্লাফতে।
বৈধতা: বৈধতা ২ থেকে ৩ বছর বছর। বর্ষার টানা বৃষ্টি খেলে কিন্তু ওটা আস্তে আস্তে ধুয়ে যাবে।
খরচ: একটা রুমের জন্য মাত্র প্রায় ৭০০ থেকে ৮০০ টাকার মত খরচ হবে।
ক্ষতি: ছাদের কোনোরকম ক্ষতি হবে না বরং ছাদের টেকসই বেড়ে যাবে।