Madhyamik 2024 Result Check : ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দেওয়ার পর থেকেই প্রত্যেক ছাত্র-ছাত্রীরা অপেক্ষা করে বসে রয়েছেন কবে তাদের মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে । এরই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করা হচ্ছিল যে আগামী ২৬শে এপ্রিল নাকি মাধ্যমিকের রেজাল্ট বেরোবে।কিন্তু এই খবর সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়ে গিয়েছে। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কিভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন? মাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট কবে দেওয়া হবে এবং কিভাবে ছাত্রছাত্রীরা মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে।
Madhyamik 2024 Result check | মাধ্যমিক ফলাফল 2024 চেক ওয়েবসাইট ও পদ্ধতি
মাধ্যমিক ফলাফল 2024 তারিখ : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক 2024 রেজাল্ট / মাধ্যমিক রেজাল্ট 2024 প্রকাশের তারিখ এখনো নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি। তবে মে মাসের প্রথম সপ্তাহে যে কোনও সময়ই মাধ্যমিকের ফল প্রকাশ করা হতে পারে( Notice)। পর্ষদের সভাপতি জানিয়ে দিয়েছেন শেষ হয়ে গিয়েছে মাধ্যমিক রেজাল্ট তৈরির কাজ।সমস্ত নম্বর আপলোড করা হয়ে গিয়েছে অনলাইনে ।
কীভাবে মাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট চেক করবে?
Madhyamik 2024 Result: মাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট চেক করতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের রেজাল্টের অফিসিয়াল ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট.
মাধ্যমিকের রেজাল্ট চেক করার ওয়েবসাইট। Madhyamik results check website 2024
মাধ্যমিকে ফলাফল স্কোরকার্ড কখন পাওয়া যাবে?
Time – 09: 45
Date – 02.05.2024
Madhyamik 2024 Result: মাধ্যমিকের ফলাফল সকাল টায় ঘোষণা করা হবে এবং প্রার্থীরা তাদের স্কোর পরীক্ষা করতে পারবেন এবং দুপুর টা থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন।
Madhyamik results check website 2024 ; মাধ্যমিকের রেজাল্ট চেক করার ওয়েবসাইট
দুপুর টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের মাধ্যমিক রেজাল্ট 2024 জানতে পারবেন ৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–
প্রথম প্রথম অনেকজন ডাউনলোড করবে। তাই লিংক কাজ না করতে পারে, একটু অপেক্ষা করবেন। বা অন্য ওয়েবসাইট গুলো থেকে দেখবেন।
আরও পড়ুন:
2. ছাত্র ছাত্রীদের জন্য শুরু হল নতুন একটি স্কলারশিপ। আবেদন করলেই 3000 টাকা, দেখুন সম্পূর্ণ তথ্য
মাধ্যমিক রেজাল্ট চেক করার ওয়েবসাইট লিংক
বি: দ্র: রেজাল্ট দেখতে গিয়ে যদি ওয়েবসাইটে কোনও সমস্যা হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীরা সরাসরি ফোনে এসএমএস এর মাধ্যমেও জানতে পারবেন রেজাল্ট।
পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট.