LDC UDC Job Vacancy 2024 : সমস্ত চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি দারুন খবর বা দারুন সুযোগ। অবশেষে ICMR এর তরফ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক ও আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ 2024। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন যোগ্য। বল।চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি, বয়স সীমা ,মাসিক বেতন ইত্যাদি | বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
লোয়ার ডিভিশন ক্লার্ক ও আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ 2024
পদের নাম : Lower Division Clerk (লোয়ার ডিভিশন ক্লার্ক )
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন উল্লেখিত পদের জন্য।
প্রতি মিনিটে ৩০ টি করে শব্দ টাইপ করার দক্ষতা ।
মাসিক বেতন : বেতন প্রতিমাসে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- হাজার টাকা প্রদান করা হবে।
বয়সসীমা : আবেদন প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স
আরও চাকরির খবর : TATA Company Job 2024: বিরাট সুযোগ! পরীক্ষা ছাড়াই TATA কোম্পানিতে 4961 শূন্যপদে নিয়োগ চলছে। আজই আবেদন করুন
পদের নাম : Upper Division Clerk (আপার ডিভিশন ক্লার্ক)
শিক্ষাগত যোগ্যতা : আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর অবশ্যই গ্রাজুয়েশন বা কলেজ ডিউটি থাকতে হবে এবং তার সঙ্গে প্রতি মিনিটে ৩০ টি করে শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে ।
মাসিক বেতন : বেতন প্রতিমাসে ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা প্রদান করা হবে।
বয়সসীমা : আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
ক্লার্ক পদে নিয়োগ পদ্ধতি: যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে উল্লেখিত পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে|
আবেদন পদ্ধতি : ক্লার্ক পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই সংস্থার অফিসার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ করতে হবে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। এইভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়বেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন ।
- আবেদনের শেষ তারিখ: 30.04.2024
- অফিশিয়াল ওয়েবসাইট: niohrecruitment.org
- অফিশিয়াল বিজ্ঞপ্তি : – Download PDF
আরও চাকরির খবর – বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024 | বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2024