Patanjali Products : পতঞ্জলির ১৪টি প্রোডাক্টের লাইসেন্স বাতিল, এই পণ্যগুলি একদম ব্যবহার করবেন না, জেনে নিন নামগুলি

Published On:

পতঞ্জলি প্রোডাক্টের লাইসেন্স বাতিল: বাবা রামদেবের পতঞ্জলির দিব্য ফার্মেসির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল উত্তরাখণ্ড সরকার। পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার। শুধু তাই নয়, পতঞ্জলির দুই কর্তা রামদেব এবং আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি অভিযোগ। ২৪ এপ্রিল সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জনগণের কাছে ক্ষমা চান রামদেব এবং বালকৃষ্ণ। শুধু তাই নয়, আদালতে সমালোচিত হয় উত্তরাখণ্ডের লাইসেন্সিং কর্তৃপক্ষও। এর মধ্যেই উত্তরাখণ্ড সরকারের এই পদক্ষেপ আরও চাপে ফেলল পতঞ্জলিকে।

বাতিল হওয়া পণ্যগুলির তালিকায় রয়েছে এই ১৪ টি পণ্যের উপর নিষেধাজ্ঞা 

  • শ্বসারী গোল্ড- দিব্যা ফার্মেসি
  • শ্বসারী ভাটি- ঐশ্বরিক ওষুধের দোকান
  • ব্রনকম- দিব্যা ফার্মেসি
  • শ্বাস- ঐশ্বরিক ফার্মেসি
  • শ্বসারী আওয়ালেহ – দিব্যা ফার্মেসি
  • মুক্ত বটি অতিরিক্ত শক্তি- ডিভাইন ফার্মেসি
  • লিপিডোম- দিব্যা ফার্মেসি
  • বিপি গ্রেট- দিব্যা ফার্মেসি
  • মধুগ্রিত- দিব্যা ফার্মেসি
  • মধুনাশিনী ভাটি- দিব্যা ফার্মেসি
  • লিভামৃত অ্যাডভান্স- দিব্যা ফার্মেসি
  • লিভোগ্রিট- দিব্যা ফার্মেসি
  • পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ- পতঞ্জলি আয়ুর্বেদ
  • Grit গোল্ড- দিব্যা ফার্মেসি

Join Our Group

Join Telegram