Gramin Bank New job Recruitment 2024: দারুন সুখবর!IBPS এর পক্ষ থেকে দেশের গ্রামীণ ব্যাংক গুলিতে নিয়োগ করা হচ্ছে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীকে। গ্রামীণ ব্যাংক বা RRB র গ্রুপ এ এবং গ্রুপ বি পদের জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। অবশেষে প্রকাশিত হয়ে গিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? মোট শূন্য পদের সংখ্যা কত? কিভাবে আবেদন করতে হবে? কবে থেকে আবেদন শুরু হবে ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং পরীক্ষার সিলেবাস|
গ্রামীন ব্যাঙ্কে বিপুল সংখ্যক শুন্যপদে নিয়োগ 2024 – Gramin Bank New job Recruitment 2024
পদের নাম: রিজিওনাল রুরাল ব্যাংক বা RRB র গ্রুপ এ এবং গ্রুপ বি এর অন্তর্গত বিভিন্ন পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।
- অফিস assistant
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- জেনারেল ব্যাংকিং অফিসার
- স্পেশালিস্ট অফিসার
- চার্টার অফিসার
- ল অফিসার
- ট্রেজারি অফিসার
- এগ্রিকালচারাল অফিসার
মোট শূন্য পদ: প্রায় 7000 টি ও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে।
ব্যাংকের নাম:
- পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক,
- পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক,
- পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক,
- অসম • গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক,
- বিহার গ্রামীণ ব্যাঙ্ক,
- ঝাড়খন্ড গ্রামীণ ব্যাঙ্ক,
- লাঙপী দেহাঙ্গী গ্রামীণ ব্যাঙ্ক,
- মধ্য বিহার গ্রামীণ ব্যাঙ্ক,
- মণিপুর গ্রামীণ ব্যাঙ্ক,
- মেঘালয় গ্রামীণ ব্যাঙ্ক,
- ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক,
- ওড়িশার উৎকল গ্রামীণ ব্যাঙ্ক,
- উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্ক,
- ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাঙ্ক,
- ওড়িশা গ্রাম্য ব্যাঙ্ক ।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে গ্রাজুয়েশন পাস যোগ্যতা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম চাওয়া হয়েছে। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের ভালোভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পড়ে নিয়ে তারপর আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বয়স সীমা: ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের মধ্যবর্তী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন
আবেদন শুরুর তারিখ: 07.06.2024
আবেদন করার শেষ তারিখ: 27.06.2024
আবেদন পদ্ধতি: আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে| কিভাবে আবেদন করতে হবে তা সম্পূর্ণ জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন এবং নিজের দায়িত্বে আবেদন করুন।
কত তারিখ পরীক্ষা হবে?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালের আগস্ট মাসেই নেওয়া হবে এই পরীক্ষা।
নিয়োগ পদ্ধতি : এবার জেনে নেওয়া যাক কিভাবে নিয়োগ করা হবে| এখানে মোট তিনটি ধাপে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।
প্রথমে নেওয়া হবে 80 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এরপর 200 নম্বরের মেন্স পরীক্ষা নেওয়া হবে এবং সর্বশেষে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
কর্মসংস্থান Paper Download
সিলেবাস Pdf Download
অফিশিয়াল নোটিশ Download Now