PM Kisan Update News: এবার আরও বেশি টাকা পাবেন পিএম কিষান যোজনার কৃষকরা। এই কাজগুলি করে থাকলে, দেখুন কি কি

Published On:

PM কিষান যোজনার কিস্তির টাকা বৃদ্ধি – PM Kisan Yojana 2024 : বর্তমানে সারা দেশের কৃষকদের কৃষি ক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য এক বা একাধিক সরকারি প্রকল্প বা যোজনার সুবিধা রয়েছে। সেই সমস্ত যোজনা গুলির মধ্যে অন্যতম যোজনা হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাPM কিষান প্রকল্প নিয়ে হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বড় আপডেট দেওয়া হয়েছে। PM কিসান প্রকল্পে কিস্তির টাকা নির্দিষ্ট সময় পর পর টাকা দেওয়া হয় কৃষক বন্ধুদের। পি এম কিষান যোজনার কিস্তির টাকা বৃদ্ধি করা হবে বলে মোদি সরকার ঘোষণা করেছিলেন গত নভেম্বর মাসে। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

PM Kisan Yojana Installment Amount increases 2024- PM কিষান যোজনার টাকা বৃদ্ধি 2024

দেশের কৃষকদের জন্য সুখবর। PM Kisan Yojana বা কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হবে দু এক মাসের মধ্যেই বা লোকসভা ভোট ঘোষণার আগে।

তাড়াতাড়ি দেখুন: PM কিষান যোজনার অতিরিক্ত 2000 টাকা পেতে আপনাকে কি করতে হবে।

এ বছর পি এম কিষান যোজনার টাকা কত বৃদ্ধি করা হয়েছে? PM কিসান যোজনার টাকা কত দেয়া হবে?

পিএম কিষান যোজনার টাকা মূলত মোট 6000/- টাকা প্রদান করা হয় কৃষকদের। এই টাকা বছরে ৩ টি কিস্তিতে মাধ্যমে কৃষকের ব্যাংক একাউন্টে পাঠানো হয়। প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে টাকা দেওয়া হয়। কিন্তু ২০২৩ সালে নভেম্বর মাসে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন অতিরিক্ত আরো একটি কিস্তি বাড়ানোর। ওই জন্য এই বছরই চালু হতে বছরের চারটি কিস্তি। যে সমস্ত কৃষকরা বছরে তিনটি কিস্তি মাধ্যমে ২০০০ x 3= 6000/– টাকা পেতেন তারা এবছর 2000 x 4=8000 টাকা পেতে পারেন।।

তাড়াতাড়ি দেখুন: পিএম কিষান 16 তম কিস্তির টাকা কবে পাবেন ও কি নিয়ম মানতে হবে কৃষকদের, দেখে নিন সম্পূর্ণ তথ্য

Join Our Group

Join Telegram