PM কিষান যোজনার অতিরিক্ত 2000 টাকা পেতে আপনাকে কি করতে হবে,তাড়াতাড়ি দেখুন- PM Kisan Yojana

Last Updated:

PM কিষান যোজনা 2024 – PM Kisan Yojana big update 2024 : সারা দেশের কৃষকদের কৃষিক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য অন্যতম যোজনা হল PM Kisan Yojana বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা |

PM কিষান যোজনার অতিরিক্ত টাকা পেতে হলে কোন কোন কাজগুলো করতে হবে কৃষকদের?

  • প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে আপনাকে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • PM কিষান পোর্টালে গিয়ে আপনাকে আধার নাম্বারOTP দিয়ে e-KYC করা থাকতে হবে।
  • এরপর আপনাকে বায়োমেট্রিক eKYC করতে হবে যা আপনি নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে করতে পারেন বা আপনি নিজের মোবাইল থেকে বাড়িতে বসেও এই কাজটি করে নিতে পারবেন
  • আপনি এই কাজটি PM কিষান মোবাইল অ্যাপ থেকেও করতে পারবেন।
  • আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে| ।
  • কৃষকদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করা থাকা অত্যন্ত জরুরী PM কিষান যোজনার টাকা পাওয়ার জন্য।

তাড়াতাড়ি দেখুন: পিএম কিষান 16 তম কিস্তির টাকা কবে পাবেন ও কি নিয়ম মানতে হবে কৃষকদের, দেখে নিন সম্পূর্ণ তথ্য।

  • যদি আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের ই কেওয়াইসি দিয়ে একটিভেট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে কাজটি সম্পন্ন করে নেবেন।
  • যে সমস্ত কৃষকদের করা আছে তাদের অবশ্যই DBT প্রকল্প একাউন্টে অ্যাক্টিভেট / Active থাকতে হবে।
  • পিএম কিষান সংক্রান্ত যে কোনো রকম সমস্যার জন্য বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া হেল্পলাইন নম্বর 155261, 011- 24300606 ডায়াল করে যোগাযোগ করতে পারেন।

আপনার টাকা ঢুকেছে কিনা কিভাবে দেখবেন ? : আপনি নিজের মোবাইল থেকেই PM কিষান যোজনার স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে ক্লিক করুন

Join Our Group

Join Telegram