12 বছর পর ট্রফি জিতলো ইস্ট বেঙ্গল ক্লাব। তবে কি পুরোনো ছন্দে ফিরলো তারা কি বলছেন সমর্থকরা।

Last Updated:

অবশেষে নির্ধারিত 90 মিনিট খেলার ফলাফল 2 – 2 থাকায় খেলা গড়াই এক্সট্রা টাইমে সেখান ক্লেইটন সিলভার গোলে জয়লাভ করে ইস্ট বেঙ্গল ক্লাব।

কলিঙ্গ সুপার কাপ ফাইনাল হাইলাইট এবং কলিঙ্গ সুপার কাপের Golden boot এবং সর্বোচ্চ গোলদাতা। দেওয়া রইল লিস্ট।

কলিঙ্গা সুপার কাপ 2024 ফাইনাল হাইলাইট:

অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ 12 বছর পর ট্রফি জিতলো ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল এফসি কলিঙ্গা কাপ 2024 এর ফাইনালে ওডিশা এফসিকে 3-2 (A.E.T.) পরাজিত করে কাপ জিতেছে। ফাইনাল খেলা তেমন হওয়া উচিত ঠিক তেমনি ছিল পুরো সময়টা।একগুচ্ছ হলুদ কার্ড এবং কয়েকটি লাল কার্ডের সাথে বিদ্ধ হয়েছিল কারণ পুরো 90 মিনিট ই ছিল ম্যান-টু-ম্যান মার্কিংয়ের সাথে গভীরভাবে পাসিং খেলা এবং বক্স-টু-বক্স প্লে-মেকিং। যদিও নির্ধারিত 90 মিনিটে দুই দলই 2-2 গোলে ছিল তাই খেলা গড়াই এক্সট্রা টাইমে।

ওডিশা এফসি 39তম মিনিটে ডিয়েগো মৌরিসিওর স্ট্রাইকের মাধ্যমে গোলের মুখ খুলে দেয় এবং হাফ টাইমে 1-0 তে এগিয়ে যায়। ইস্টবেঙ্গল ক্লাব 11 মিনিটের মধ্যে দুটি গোল করে। কিন্তু অতিরিক্ত সময়ে ওড়িশা এফসি-র জন্য একটি নাটকীয় এবং বিতর্কিত পেনাল্টি খেলাকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে বাধ্য করে।

দুই ভারতীয় ক্লাব তো বটেই একইসঙ্গে ছিল দুই স্প্যানিশ কোচের লড়াই। সারজিও লোবেরা বনাম কারলস কুয়াদরাত। ইস্ট বেঙ্গল এর হয়ে প্রথম গোলটি করেন নন্দ কুমার এর উড়িষ্যা এফসি খেলায় সমতা ফেরায় ডিআগো মুরিসিও এর গোলে। অবশেষে নির্ধারিত 90 মিনিট খেলার ফলাফল 2 – 2 থাকায় খেলা গড়াই এক্সট্রা টাইমে সেখান ক্লেইটন সিলভার গোলে জয়লাভ করে ইস্ট বেঙ্গল ক্লাব।

কলিঙ্গ সুপার কাপ 2024 এর সর্বোচ্চ গোলদাতা এবং গোল্ডেন বুট বিজেতা দেওয়া রইল-

  • ক্লিটন সিলভা (ইস্ট বেঙ্গল): 5 (গোল্ডেন বুট)
  • আহমেদ জাহৌহ (ওড়িশা এফসি): 3
  • দিয়েগো মাউরিসিও (ওড়িশা এফসি): 3
  • Dimitrios Diamantakos (Kerala Blasters): 3
  • কার্লোস মার্টিনেজ (FC গোয়া): 3
  • নেস্টর আলবিয়াচ (নর্থইস্ট ইউনাইটেড): 3
  • গোলড্যানিয়েল চিমা চুকউ (জামশেদপুর এফসি): 3
  • আয়ুশ চিকারা (মুম্বাই সিটি এফসি): 3
  • নন্দ কুমার (ইস্ট বেঙ্গল): 2
  • সাউল ক্রেসপো (ইস্ট বেঙ্গল): 2 গোল

Join Our Group

Join Telegram