10MB প্রতি সেকেন্ডে স্পীড পাবেন। তাও দুই -এক দিন নয় পুরো এক মাস। খরচ মাত্র 230 টাকা। করাবেন নাকি এই রিচার্জ?
Jio যে বর্তমান সময়ের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি তাতে আপনার কোনো সংশয় থাকার কথা নয়। আর থাকবেই বা কেন সকল টেলিকম কোম্পানি যেমন Airtel, vi ইত্যাদি কোম্পানি কে পিছনে ফেলে অনেক কাস্টমারই চলে গেছে Reliance Jio তে। আর তার অন্যতম একটি কারণ হলো জিও প্ল্যান গুলিতে অন্যান্য কোম্পানির তুলনায় বেশি টাকা শাশ্রয় হয়।
রিলায়েন্স যে কতো বড়ো কোম্পানি তা সকলেই জানেন। তাদের কোম্পানি শুধু টেলিকম কোম্পানি তেই থেমে নেই। বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে তারা ছড়িয়ে পড়েছে ভারত তথা গোটা বিশ্বের বিভিন্ন জায়গায়। আর তাদের আটকানোর সাধ্য কি আছে কারো।
তাই এবার জিও কে পিছনে ফেলতে এগিয়ে এল BSNL। যা হলো ভারত সরকারের একটি রাষ্ট্রায়ত্ত্ব একটি টেলিকম কোম্পানি। জিও কে টক্কর দিতে নিয়ে এল এক অভিনব প্ল্যান। যা আপনার টাকা বাঁচিয়ে দিতে পারে। BSNL ল্যান্ডলাইন, মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা ছাড়াও আইপিটিভি পরিষেবা দিয়ে থাকে।
Fibre Plan- এর নতুন প্ল্যানের তথ্য
BSNL ফাইবার নিয়ে এল এক অতি শাশ্রয়কর একটি প্ল্যান যা টক্বর দেবে জিও ফাইবার কেও। এক নজরে দেখে নেয়া যাক জিওর ফাইবার প্ল্যানে গ্রাহকরা কতটা সুবিধা পাচ্ছেন। জিওর ফাইবার কানেকশন পেতে গেলে গ্রাহককে খরচ করতে হবে মাত্র 230 টাকা, যাতে গ্রাহকরা পেয়ে যাবেন 10 MB প্রতি সেকেন্ডে স্পিডের জিও ফাইবার প্ল্যান। জিওর পাশাপাশি বিএসএনএল তার ফাইবার প্ল্যানেও (BSNL ফাইবার প্ল্যান) এনেছে 10 MB প্রতি সেকেন্ডে স্পিডের ব্রডব্যান্ড কানেকশন, তাতেও খরচ পড়বে মাসিক 230 টাকাই।
তবে এখানেই আছে একটি আকর্ষণীয় জিনিস
এক বছরের রিচার্জ করলে পেয়ে যাবেন 13 মাসের সুবিধা। তার জন্য খরচ পড়বে মাত্র 2988 টাকা। এছাড়াও পাবেন ফ্রি ল্যান্ড লাইন কানেকশনও।