জানুন ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ স
স্কিম যেটির নাম হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট [Mahila Sanman Savings Certificate] । ইতিমধ্যেই অনেকেই এই স্কিমের সুযোগ পেয়েছেন। জেনে রাখুন আপনারও কাজে আসতে পারে। মূলত দেশের মহিলাদের কথা ভেবেই এই প্রকল্প শুরু করে কেন্দ্রের সরকার।এর ফলে উপকৃত হতে পারেন দেশের প্রতিটি সাধারণ মহিলা। এই প্রকল্প এর একটি আকর্ষণীয় দিক হলো মাত্র দুই বছরের মেয়াদে আপনি 2 লক্ষ্য টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। কিভাবে এই সুবিধা পাবেন দেখুন।
Mahila Sanman Savings Certificate মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কী? জানতে বিস্তারিত পড়ুন।
Post Office Scheme#Government scheme
Mahila Sanman Savings Certificate/মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কী?
2023-24 আর্থিক বছরে বাজেট ঘোষণার সময় ভারতের অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন এই স্কিমের কথা ঘোষণা করেন। তিনি বলেন এটি একটি ছোট্ট সেভিংস প্রকল্প। মূলত বাড়ির মেয়েরা যে টাকা নিজের কাছে রাখেন তা যদি নিজের পোস্ট অফিসে একাউন্টের মাধ্যমে জমা রাখেন তাহলে ইন্টেরস্ট এর সাথে আরও অনেক সুযোগ সুবিধা পেতে পারেন।
কারা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এর সুবিধা পাবেন?
মূলত দেশের যেকোনো মহিলায় এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। আপনার বাড়ির যেকোনো মহিলায় এই একাউন্ট খুলতে পারেন। প্রাপ্ত বয়স্ক যেকোনো নারী নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই একাউন্ট চালু করতে পারবেন। আর কোনো মেয়ের বয়স যদি অল্ল (minor) হয় তাহলে গার্জেনরা মেয়ের ভবিস্যতের জন্য এই একাউন্ট খুলতে পারেন। তবে বেশিরভাগ একাউন্ট এ 2 লক্ষ্য টাকার বেশি জমা করতে পারবেন না।
মোট কত টাকা পর্যন্ত জমা করতে পারবেন!
কেন্দ্র সরকারের তরফ থেকে এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট একাউন্ট এ সর্বোচ্চ কতটা টাকা পর্যন্ত জমা করতে পারবেন তার একটি সীমা আছে। আপনি সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু করে মোট 2 লক্ষ্য টাকার বেশি জমা করতে পারবেন না। আর কোনো ব্যাক্তির যদি একটিরও বেশি একাউন্ট খুলে থাকে তাহলেও সব একাউন্ট গুলো মিলিয়ে 2 লক্ষ্য টাকার বেশি জমা করতে পারবেন না।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট একাউন্টে সুদের হার/পরিমাণ!
জেনে রাখা ভালো এই স্কিমটির মেয়াদ দুই বছর। এবং এই একাউন্ট এর সুদের হার হল 7.5 শতাংশ। নির্দিষ্ট সময়ের পর 7.5 শতাংশ সুদের হারে আপনি আপনার টাকা পেয়ে যাবেন।