PM Kisan: কবে ঢুকবে Pm Kisan এর টাকা। আবেদন করে থাকলে চেক করে নিন!

Published On:

এই প্রকল্প এর মাধ্যমে সর্বাধিক 2 হেক্টর প্রর্যন্ত যাষযোগ্য জমি রয়েছে এমন কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়। PM কিষান যোজনার মাধ্যমে তিনটি কিস্তিতে 2000 টাকা করে বাৎসরিক 6000 টাকা পর্যন্ত প্রদান করে কেন্দ্র

“প্রধানমন্ত্রী কিষান যোযনা (পিএম কিষান যোযনা): কৃষকদের উন্নতির দিকে একটি নতুন পথ”

প্রধানমন্ত্রী কিষান যোযনা হলো একটি সরকারি প্রকল্প, যা কৃষকদের উন্নতি ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি করতে উদ্দীপ্ত করছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষকদের আর্থিক ও সামাজিক অবস্থান সুধারতে সাহায্য করা, তাদের জীবনযাপনে বেশি সুবিধা ও সুরক্ষা উপহার করা।

PM Kisan পি এম কিষান যোজনা কি?(PM Kisan Samman Nidhi Yojna)

পি এম কিষান যোজনা হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার দ্বারা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্প এর মাধ্যমে সর্বাধিক 2 হেক্টর প্রর্যন্ত যাষযোগ্য জমি রয়েছে এমন কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়। PM কিষান যোজনার মাধ্যমে তিনটি কিস্তিতে 2000 টাকা করে বাৎসরিক 6000 টাকা পর্যন্ত প্রদান করে কেন্দ্র সরকার।

পিএম কিষান যোযনা প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবনযাপনের সুযোগ ও সুরক্ষা বাড়ানোর মাধ্যমে, কৃষি খাতে সামাজিক অসমানতা কমাতে একটি প্রযুক্তিগত ও সহায়করতা পূর্ণ প্রকল্প হিসেবে পরিচিত হয়েছে।

PM Kisan পি এম কিষান যোজনার টাকা পাওয়ার জন্য কৃষকদের কোন কোন শর্ত মানতে হবে?

সর্ব প্রথম শর্ত হলো আবেদনকারি কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

আবেদনকারী কৃষকের একটি বৈধ আধার কার্ড অবশ্যই থাকতে হবে। না থাকলে নিকটবর্তী আধার সেন্টার থেকে করিয়ে নিতে পারেন।

যিনি আবেদন করবেন তার বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।নচেত আবেদন করা যাবে না।

চাষযোগ্য জমির মালিক হতে হবে কৃষকদের। এবং জমির কাগজপত্রে আবেদনকারী কৃষকের নাম থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন PM কিষান ১৬তম কিস্তির টাকা কবে ঢুকবে?

যিনি আবেদন করবেন তার একটি ব্যান্ক একাউন্ট থাকতে হবে। (টাকা নেওয়ার জন্য)

(এই সমস্ত পদ্ধতি যদি নিজে না করতে পারেন তাহলে নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে করিয়ে নিতে পারেন)

PM Kisan এ আবেদন করার প্দ্ধতি!কোথায় এবং কোন পদ্ধতিতে আবেদন করতে পারবেন?

PM কিষান প্রকল্পে আবেদন করার জন্য সর্ব প্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in যেতে হবে।

এরপর ওয়েবসাইট এর প্রথম পেজে (হোম পেজ) New Farmer Registration অপশনে ক্লিক করুন।

এবার আবেদন করার জন্য আপনার দরকারি তথ্য দিন। যেমন: আপনার নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড নম্বর, ব্যাংকের একাউন্ট নম্বর ইত্যাদি।

এই প্রক্রিয়াটি শেষ করে দেওয়ার পর নিজে ভালো করে তথ্য গুলো যাচাই করে সাবমিট করে দিন।

উপরিউক্ত প্রক্রিয়া গুলি সম্পন্ন হয়ে গেলে সমস্ত তথ্য যাচাই বাছাই করে টাকা আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয়া হবে।

PM Kisan আবেদন করার পর কি Status চেক করতে পারবেন?

PM কিষান প্রকল্পে আবেদনপত্রের স্টেটাস চেক করার জন্য সর্ব প্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in যেতে হবে।

এরপর প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস (beneficiary status) অপশনে ক্লিক করতে হবে।

এরপর দরকারি তথ্য যেমন আধার কার্ড নম্বর, ব্যাংকের একাউন্ট নম্বর ইত্যাদি এন্টার করে Get Data অপশনে ক্লিক করলেই আপনার আবেদনপত্রের স্থিতি জানতে পারবেন।

PM Kisan – পি এম কিষান যোজনার 16 তম কিস্তির টাকা কবে ঢুকবে?

যদি আমরা 2023 সালের মতো করে দেখি তাহলে শেষবার নতুন বছরের প্রথম কিস্তি (13 তম) কিস্তি প্রদান করা হয়েছিল – 27 ফেব্রুয়ারি 2023। তাই, অআন্দাজ করা যেতে পারে যে 2024সালেও সরকার ইংরেজি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 16 তম কিস্তি প্রকাশ করতে পারে।

FAQs

PM Kisan আবেদন করার পর কি Status চেক করতে পারবেন?

PM কিষান প্রকল্পে আবেদনপত্রের স্টেটাস চেক করার জন্য সর্ব প্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in যেতে হবে।

এরপর প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস (beneficiary status) অপশনে ক্লিক করতে হবে।

এরপর দরকারি তথ্য যেমন আধার কার্ড নম্বর, ব্যাংকের একাউন্ট নম্বর ইত্যাদি এন্টার করে Get Data অপশনে ক্লিক করলেই আপনার আবেদনপত্রের স্থিতি জানতে পারবেন।

PM Kisan – পি এম কিষান যোজনার 16 তম কিস্তির টাকা কবে ঢুকবে?

যদি আমরা 2023 সালের মতো করে দেখি তাহলে শেষবার নতুন বছরের প্রথম কিস্তি (13 তম) কিস্তি প্রদান করা হয়েছিল – 27 ফেব্রুয়ারি 2023। তাই, অআন্দাজ করা যেতে পারে যে 2024সালেও সরকার ইংরেজি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 16 তম কিস্তি প্রকাশ করতে পারে।

PM Kisan এ আবেদন করার প্দ্ধতি!কোথায় এবং কোন পদ্ধতিতে আবেদন করতে পারবেন?

PM কিষান প্রকল্পে আবেদন করার জন্য সর্ব প্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in যেতে হবে।

এবার আবেদন করার জন্য আপনার দরকারি তথ্য দিন। যেমন: আপনার নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড নম্বর, ব্যাংকের একাউন্ট নম্বর ইত্যাদি।

Join Our Group

Join Telegram