2016 সালে ভারতে নোট বন্দির ঘোষণার পর থেকে অনলাইন পেমেন্টস এর ক্ষেত্রে এক আলোরণ সৃষ্টি করে Paytm । আর সেই Paytm ই কিনা বন্ধ হতে চলেছে।
Paytm এ টাকা আছে? বা পেটিএম FASTag এ ব্যালেন্স আছে।তড়িঘরি তুলে নিন সব টাকা না হলে পড়তে পারেন বিপদে।
ভারতে অনলাইন পেমেন্টস এর কথা যদি আসে তাহলে সবার আগে নাম আসবে Paytm এর। এতটাই বেশি প্রচলিত পেটিএম। তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত?
RBI নিল এক বিরাট সিদ্ধান্ত।নিষিদ্ধ করলো Paytm Payments Bank কে। হঠাৎ করে কেন এত বড়ো ঘোষণা করতে বাধ্য হলো Reserve Bank of India দেখুন। 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটিরও বেশি KYC ভেরিফাইড কাস্টোমার আছে তাদের। আর 8 মিলিয়ন অর্থাৎ 80 লাখেরও বেশি কাস্টোমার পেটিএম ফাস্ট্যাগ ব্যবহার করে থাকেন।
RBI এর তরফে খবর বিশেষ কিছু নিয়ম কানুন না মানাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই নিয়ম কানুন জানতে বিস্তারিত পড়ুন!
গত কাল অর্থাৎ পয়লা 01ই ফেব্রুয়ারি 2024 তারিখে Paytm এর তরফ থেকে একটি করে মেইল আসে গ্ৰাহকদের কাছে। এই মেইলের মাধ্যমে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক!
Paytm এর তরফ থেকে আসা মেইল এর মাধ্যমে বলা হয় –
প্রিয় গ্ৰাহক,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) একটি নির্দেশ জারি করেছে যেটি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ওয়ালেটকে 29 ফেব্রুয়ারি, 2024 সালের পরে নতুন আমানত গ্রহণ বা ক্রেডিট লেনদেনের অনুমতি দেওয়া থেকে সীমাবদ্ধ করে।
অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি 29 ফেব্রুয়ারী, 2024-এর পরে আপনার Paytm পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট/ওয়ালেটে টাকা জমা বা যোগ করতে পারবেন না। তবে, 29 ফেব্রুয়ারী, 2024-এর পরেও আপনার বিদ্যমান ব্যালেন্স থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা নেই।
নির্দেশটি আপনার বিদ্যমান ব্যালেন্সকে প্রভাবিত করে না এবং আপনার অর্থ ব্যাঙ্কের কাছে নিরাপদ।
অর্থাৎ আপনি 29 ফেব্রুয়ারি 2024 এর পর থেকে আর Paytm Payments Bank ব্যবহার করতে পারবেন না। নতুন করে লেনদেন ও Paytm Wallet ব্যবহার করা যাবে না।
FAQs
Paytm Payments Bank কে ব্যান (নিষিদ্ধ)করা বলো কেন্?
RBI এর তরফে খবর বিশেষ কিছু নিয়ম কানুন না মানাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই নিয়ম কানুন জানতে বিস্তারিত পড়ুন!
Paytm থেকে টাকা তোলার শেষ Date?
29 ফেব্রুয়ারি 2024 এর পর থেকে আর Paytm Payments Bank ব্যবহার করতে পারবেন না।
পেটিএম (Paytm) সাসপেন্ড কবে উঠবে?
Paytm এর তরফ থেকে আসা মেইল এর মাধ্যমে বলা হয়।
আরও দেখুন