ONGC Scholarship 2024: SC,ST,OBC Scholarship: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য দারুন সুখবর। পশ্চিমবঙ্গের এসটি এসসি এবং ওবিসি ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবীছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ দারুণ একটি সুযোগ। কারণ অর্থের অভাবে যারা পড়াশোনা এগিয়ে নিতে পারেনা তারা এই স্কলারশিপ পেলে অবশ্যই ভবিষ্যৎ তৈরি করতে পারবে তাদের|
ভারতের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কলার্শিপ বা প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের সহায়তা করেছেন স্কলারশিপ এর মাধ্যমে। আপনি যদি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন দেখুন কিভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন কত টাকা দেবেন এবং কত পারসেন্ট নাম্বার লাগবে কোথায় আবেদন পত্র জমা দিতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে|
ONGC Scholarship 2024 | SC/ST এবং OBC ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ 2024| শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, কত পার্সেন্ট নাম্বার, পরিবারের বাৎসরিক ইনকাম ও কোন কোন ডকুমেন্ট লাগবে|
বর্তমান দিনে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছে যারা আর্থিক আর্থিক অসুবিধার জন্য বা আর্থিক অভাবে তাদের পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয়, ফলে তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা তা সেখানেই থেমে যায়।। এই অসুবিধা দূর করার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন স্কলারশিপ লঞ্চ করেছে যার মাধ্যমে অনেক ছাত্র-ছাত্রী উপকৃত হচ্ছে। যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলার্শিপ, এনএসপি স্কলারশিপ ইত্যাদি গুরুত্বপূর্ণ স্কলারশিপ।
ONGC স্কলারশিপ স্কিম 2024 | ONGC Scholarship Scheme 2024 |
বর্তমানে নতুন একটি স্কলারশিপ শুরু করা হয়েছে যার মাধ্যমে EWS, OBC SC ST ছাত্রছাত্রীরা প্রতি বছর 48000 টাকার আর্থিক সহায়তা পেয়ে থাকেন বা পেতে পারেন। এই স্টুডেন্ট স্কলারশিপ 2024- এর মাধ্যমে ছাত্ররা তাদের পড়াশোনা চালিয়ে যেতে এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরো উন্নত করতে পারবে।
ONGC স্কলারশিপ: কতজন ছাত্রছাত্রী এই ONGC স্কলারশিপে টাকা পাবেন?
যে প্রতি বছর ONGC স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে 2000 ২০০০ জন ছাত্রছাত্রীকে এই বৃত্তি বা স্কলারশিপ প্রদান করা হয় যার মধ্যে
- OBC- ওবিসি ছাত্র-ছাত্রী সংখ্যা: ৫০০ জন।
- EWS ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৫০০ জন।
- SC/ST অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীর সংখ্যা: এক হাজার জন।
এই স্কলারশিপের অধীনে, 50% বৃত্তি মহিলা ছাত্রদের জন্য সংরক্ষিত।
আরও দেখুন: IPS নাকি IAS কার বেশি ক্ষমতা? কার বেতন বেশি? দেখুন এক নজরে
কিসের ভিত্তিতে এই স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়?
ONGC স্কলারশিপটি শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়। এবং স্কলারশিপ এর জন্য যোগ্য বলে গণ্য করা হয়। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
ONGC স্কলারশিপের জন্য কোন কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন? SC/ST এবং OBC ছাত্রদের জন্য ONGC স্কলারশিপ 2024
উচ্চমাধ্যমিক পাশ করার পরে শিক্ষার্থী কলেজে পড়াশোনার জন্য অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে| অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হবেন এবং কলেজ শেষ করে পোস্ট গ্রেজুয়েশন কোর্স করবেন অর্থাৎ M.A, M.Sc তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
ONGC Scholarship Amount: ONGC স্কলারশিপ এ ছাত্র-ছাত্রীদের বার্ষিক কত টাকা বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হবে?
বৃত্তির অধীনে, ছাত্রকে বার্ষিক 48000 টাকা বৃত্তি দেওয়া হয়, যার মধ্যে ছাত্রকে মাসিক 4000 টাকা আর্থিক সহায়তা পাঠানো হয়। এইভাবে, সেই সমস্ত ছাত্র যারা অনগ্রসর শ্রেণী বা সামাজিকভাবে দুর্বল বিভাগ থেকে আসে তারা এই SC ST এবং OBC ছাত্র বৃত্তি 2024- এর অধীনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে ।
ONGC স্কলারশিপ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? ONGC Scholarship Educational qualification
- ছাত্র-ছাত্রী কে অবশ্যই উচ্চমাধ্যমিকে 60 শতাংশ নাম্বার পেতে হবে।
- এই স্কলারশিপ এর জন্য শিক্ষার্থীকে OBC,EWS,SC বা ST শ্রেণীর হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই নিয়মিত কোর্সের জন্য কলেজে ভর্তি হতে হবে। কোন বছর পরীক্ষায় গ্যাপ দেওয়া যাবে না তাহলে স্কলারশিপের জন্য যোগ্য বলে গণ্য করা হবে না
ONGC স্কলারশিপ আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথিপত্র | Documents for ONGC Scholarship|
- আধার কার্ড – Aadhaar Card
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট- Residential Certificate
- উচ্চ মাধ্যমিকের মার্কশীট – HS Marksheet / Result
- মাধ্যমিকের এডমিট কার্ড – MP Admit Card
- কলেজে ভর্তির রসিদ – Admission Slip
- জাতির শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট – Cast Certificate
- কলেজের আইডি কার্ড -Collage Identity Card
- পারিবারিক আয়ের শংসাপত্র – ইনকাম সার্টিফিকেট- Income Certificate
ONGC স্কলারশিপ এর জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হবে? How to Apply Online for ONGC Scholarship?
চলুন এবার জেনে নেওয়া যাক ONGC স্কলারশিপের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই আপনি বাড়িতে বসেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন নিচে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। এবং নিজের দায়িত্বে আবেদন করুন।
SC/ST এবং OBC স্কলারশিপ 2024 আবেদন প্রক্রিয়া:
- আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে ONGC স্কলারশিপ পোর্টাল www.ongcscholar.org- এ যেতে হবে ।
- এরপর হোম পেজে ”স্কলারশিপ 2024” অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
- ”Apply for Scholarship” অপশনে ক্লিক করার পর শিক্ষার্থীর ক্যাটাগরি বেছে নেওয়ার অপশন থাকবে।
- এখানে শিক্ষার্থীকে তার কাস্ট অর্থাৎ SC/ST/EWS/OBC যে, যে ক্যাটাগরি অন্তগত তা বেছে নিতে হবে।
- এর পরে শিক্ষার্থীকে টার্মস এন্ড কন্ডিশন মনোযোগ সহকারে পড়তে হবে এবং ”Apply option” ক্লিক করতে হবে।
- APPLY ক্লিক করলে ONGC Scholarship Application Form 2024 একটি শিক্ষার্থীর সামনে ওপেন হবে।
- শিক্ষার্থীকে এই আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে সাবধানে ফিলাপ করতে হবে।
- এর পরে শিক্ষার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
- এর পর শিক্ষার্থীকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এইভাবে যেকোন শিক্ষার্থী ”ONGC স্কলারশিপের” জন্য আবেদন করতে পারবেন । যদি কোন অসুবিধা হয় অবশ্যই ইউটিউব ভিডিও দেখে নেবেন।
ONGC স্কলারশিপ এর জন্য কিভাবে ছাত্রছাত্রীদের নির্বাচন করা হয়: ONGC Scholarship Students selection process:
- ONGCস্কলারশিপ প্রকল্পের অধীনে, শুধুমাত্র অর্থনৈতিকভাবে মেধাব পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর ছাত্র ছাত্রীরা যেমন SC, ST এবং OBC ছাত্র-ছাত্রীরা আবেদন করতে করতে পারবেন।
- এই স্কলারশিপে মোট এক হাজার জন SC ST ছাত্রছাত্রীদের বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হয়।
- সাধারণ শ্রেণীর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ৫০০ জন শিক্ষার্থীদের বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হয়।
- SC/ST এবং OBC স্টুডেন্টস স্কলারশিপের অধীনে , শুধুমাত্র এমবিবিএস, বি টেক, পদার্থবিদ্যা, এমবিএ, ভূতত্ত্বের মতো স্নাতক বা স্নাতকোত্তর কোর্সের অন্তর্গত ছাত্রদের বৃত্তি বাস কলারশিপ দেওয়া হয়।
- এই প্রকল্পে বা এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের তাদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা হয়|
- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকে 60% এর বেশি নম্বর পাস করেছে তারা এই স্কলারশিপ আবেদন করার যোগ্য।
- এবং ছাত্র-ছাত্রীদের পারিবারিক বাৎসরিক ইনকাম বা অ্যানুয়াল ইনকাম বা পারিবারিক আয়ের উপর নির্ভর করে ছাত্রছাত্রীদের নির্বাচন করা হয় স্কলারশিপ পাওয়ার যোগ্য কিনা?।
- যে পরিবারগুলির পারিবারিক আয় কম তাদের এই স্কলারশিপ দেওয়ার জন্য যোগ্য বলেন গণ্য করা হয়
উপসংহার:
আপনি জানতে পারলেন আজকের এই পোস্টের মাধ্যমে ONGC Scholarship 2024/ ONGC বৃত্তি 2024/|SC/ST এবং OBC ছাত্র বৃত্তি 2024 | ONGC স্কলারশিপ ২০২৪ সম্পর্কে সম্পূর্ণ তথ্য| আপনি যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন অথবা ইউটিউবে গিয়ে এই সম্পর্কে ভিডিও দেখে নিন তাহলে আপনি সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন এবং আজকের আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন আমরা সেগুলি সংশোধন করার চেষ্টা করব এবং স্কলারশিপ সম্পর্কে কোন কিছু তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানান অথবা আমাদের whatsapp গ্রুপে যুক্ত হয়ে যান।|
ONGC Scholarship Related FAQ -ONGC স্কলারশিপ সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন –
প্রশ্ন : ONGC স্কলারশিপের জন্য কোন কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন?
উত্তর: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ষাট শতাংশর বেশি নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন এবং যে সমস্ত ছাত্রছাত্রীর পারিবারিক বাৎসরিক আয় ২ লক্ষ টাকার কম তারাই আবেদন করতে পারবেন।
প্রশ্ন : ONGC স্কলারশিপের জন্য কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন?
উত্তর: স্কলারশিপের জন্য শিক্ষার্থীকে OBC,EWS,SC বা ST ক্যাটাগরি বা শ্রেণীর হতে হবে তাহলেই আবেদন করতে পারবে।
প্রশ্ন: ONGC স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের বার্ষিক কত টাকা দেওয়া হয়?
উত্তর: এই স্কলারশিপের এর অধীনে, ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে 40000 টাকা করে অর্থাৎ বছরে 48 হাজার টাকা দেওয়া হয়।
প্রশ্ন : কোন কোন কোর্সের অন্তগত ছাত্রছাত্রীরা OMGC স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন?
উত্তর: উচ্চমাধ্যমিক পাশ করার পরে শিক্ষার্থী কলেজে পড়াশোনার জন্য অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে|
Math Book : Click here