Aadhar card: মাত্র ৫ মিনিটে পাবেন PVC আধার কার্ড। দেওয়া রইল পদ্ধতি।

Published On:

বলতে গেলে আধার কার্ড এখন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে। আধার কার্ড ছারা যেন কোনো গতিই নেই সে ব্যাঙ্ক হোক বা যেকোনো অফিসিয়াল কাজ। এখন আপনার আধার কার্ড লিংক না করলে ব্যাঙ্কের একাউন্ট বন্ধ হয়ে যায়। আধার কার্ড না থাকলে আপনি রেশনের সুবিধা পাবেন না, সিম কার্ড কিনতে পারবেন না।এমনকি প্যান কার্ডের সঙ্গেও লিংক করতে হয়।

আর এই আধার কার্ড অনেক সময় জলে ভিজে বা টানাটানি করে অথবা কোনো কারনে নষ্ট হয়ে যায়। তাহলে তো আর সাধারণ মানুষের চিন্তার শেষ থাকে না। তবে আর চিন্তার কোনো কারণ নেই। কারন এখন থেকে আপনি চাইলেই PVC বা প্লাস্টিকের আধার কার্ড বানিয়ে নিতে পারেন বাড়িতে বসেই। এই কার্ড এতটাই মজবুত যে আপনি চাইলেও এটি নষ্ট করতে পারবেন না। আহ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র ৫ মিনিট লাগবে আপনার এই প্রসেস কমপ্লিট করতে। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাবেন এই PVC Aadhar card?

পিভিসি (PVC Aadhar card)আধার কার্ড তৈরি করার পদ্ধতি?

  • PVC Aadhar কার্ড পেতে হলে সর্ব প্রথম আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ এ যেতে হবে।
  • এরপর আপনাকে “My Aadhar” অপশনে ক্লিক করতে হবে।
  • এবার Order Aadhar PVC card এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আধার কার্ড নম্বর বা এনরোলমেন্ট নম্বর দিতে হবে।
  • তারপর আপনার নাম, ঠিকানা, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এন্টার করুন।
  • শেষ ধাপে ৫০ টাকার ফি আপনাকে পেমেন্ট করে সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ।

সাবমিট করার ১৫ থেকে ২০ দিনের মাথায় আপনি আপনার PVC Aadhar card পি ভি সি আধার কার্ডটি হাতে পেয়ে যাবেন। সাবমিট করার পর আপনাকে একটি SRN নম্বর দেওয়া হবে তার মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের স্থিতি চেক করে নিতে পারবেন।

Join Our Group

Join Telegram