All Bank New Rules 2024: প্রাচীন কাল থেকেই ব্যাঙ্ক ব্যবস্থায় চেকের ব্যবহার হয়ে আসছে। চেক মূলত একটি ইংরেজী শব্দ, যাকে হস্তান্তরযোগ্য দলিলও বলা যেতে পারে। যার মাধ্যমে ওই ব্যাঙ্কের আমানতকারী ব্যাঙ্ককে লিখিত ও শর্তহীনভাবে চেকের বাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রেরণের নির্দেশ প্রদান করে থাকে। চেক বুক আমাদের এখন দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, তবে চেকবুক ব্যবহারে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে রয়েছে বেশ কিছু নিয়মাবলীও আসুন জেনেনিন সেই নিয়মাবলী গুলি কি।
আরও দেখুন: লক্ষী ভান্ডার ও বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা না পেলে তাড়াতাড়ি এই কাজটি করুন বা এই নম্বরে কল করুন
All Bank New Rules 2024 | ব্যাংকের সাতটি নতুন নিয়ম।
- খালি চেক স্বাক্ষর: কোন খালি চেক ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহ্য করে না। আমানতকারীর স্বাক্ষর অতি অবশ্যই চেকে থাকতে হবে।
- আমানতকারীর স্বাক্ষর: যেন সঠিক হয় নাহলে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে আমানতকারীকে।
- চেকে একটি মাত্র কালি ব্যবহার: চেক সম্পূর্ণ পূরণ করতে একটি মাত্র কালি ব্যবহার করা দরকার।
- চেকে টাকার অংক: চেকে কখনোই টাকার অংক না লিখে সই করা উচিত নয়।
- চেকে নিজের নাম : অবশ্যই চেকের উপর নিজের নাম ও টাকার অঙ্ক লিখে তবেই সই করা উচিত।
- ক্যান্সেল চেকের -Cancel check: বিভিন্ন সময়েই ক্যান্সেল চেকের (Cancel check) প্রয়োজন পড়ে আমাদের কিন্তু প্রায়শই আমরা তাতে যে ভুলটা করে থাকি।তাই ক্যান্সেল চেকের ক্ষেত্রে অবশ্যই ক্যান্সেল কথাটি লিখে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- স্কেচ পেন কিংবা ভ্যানিশ ইংক: চেক পূরণের ক্ষেত্রে কখনোই স্কেচ পেন কিংবা ভ্যানিশ ইংক যাকে আমরা বলি অদৃশ্য কালি ব্যবহার করা অনুচিত দণ্ডনীয় অপরাধ বলে গ্রাহ্য করা হবে।
- চেকে নিজের স্বাক্ষর : অনেক মানুষই রয়েছেন ব্যাঙ্ক একাউন্ট খোলার পর হাতে চেক বুক পেলেই সমস্ত চেকে নিজের স্বাক্ষর করে রাখেন, পরবর্তীকালে নিজের সই যাতে ভুল না হয়ে যায়। তা করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে যাবারও সম্ভাবনা রয়েছে।