Army recruitment: ভারতীয় সেনায় করা হবে কর্মী নিয়োগ। বেতন 21,000 টাকা। দেখুন কোন পদে নিয়োগ করা হবে।

Published On:

Army recruitment: আবার ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগে করা হবে অগ্নিবীর। নিয়োগ করা হবে জেনারেল ডিউটি পদে। যার আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর এ নিয়োগ পেতে গেলে দিতে হয় এন্ট্রান্স পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে তবেই প্রার্থীদের ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হয়। এবং ফিজিক্যাল টেস্টের পর করতে হয় মেডিক্যাল টেস্টও।

অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি / Agniveer recruitment 2024 / Army recruitment

ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর শুরু হয়েছে 2022 সাল থেকে। এরপর নিয়োগও হয়েছে কয়েকবার। ভারতীয় সেনাবাহিনীতে এইরুপ নিয়োগ প্রক্রিয়ায় সেনা জওয়ানরা নির্বাচিত হয় 4 বছরের জন্য। যাইহোক ভারতীয় সেনাবাহিনী প্রেমিকদের জন্য এটাই অনেক। Army recruitment

অগ্নিবীর নিয়োগের আবেদনের তারিখ?

গত 8 ফেব্রুয়ারি 2024 থেকে 21 শে মার্চ 2024 পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ARMY RECRUITMENT 2024

শিক্ষাগত যোগ্যতা কত লাগবে?

ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীরে যারা জেনারেল ডিউটি পদের জন্য আবেদন করতে চান তাদের নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং যারা ট্রেডসম্যান পদের জন্য আবেদন করতে চান তাদের নূন্যতম অষ্টম পাশ থাকতে হবে।

অগ্নিবীর সেনাবাহিনীর বেতন কত?

ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীরে যারা নিয়োগ পাবেন তাদের মাসিক 21,000 টাকা বেতন দেওয়া হয় এবং 4 বছরের মেয়াদ শেষ হওয়ার পর সেবা নিধি প্রকল্পের আওতায় 10 লক্ষ 4 হাজার টাকা দেওয়া হবে।

বয়সসীমা?

এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স 18 বছর থেকে 21 বছরের মধ্যে হতে হবে।

অগ্নিবীরে আবেদন পদ্ধতি?

  • ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীরে আবেদন করতে হলে সর্ব প্রথম আপনাকে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এ যেতে হবে
  • এরপর আপনাকে লগইন করে এপ্লাই অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে
  • আবেদন ফি জমা করে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন

আরও পড়ুন, Food SI পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। দেখুন এডমিট কিভাবে পাবেন।

Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।

Join Our Group

Join Telegram