Bank Holiday: 11 দিন বন্ধ ব্যাঙ্ক । কি হবে গ্ৰাহকদের? দেখুন কেন এমন সিদ্ধান্ত ।

Last Updated:

ফেব্রুয়ারি মাস সবে মাত্র শুরু হয়েছে এর মধ্যেই এই মাসে কতদিন ব্যাংক বন্ধ থাকবে তার তালিকা জারি করা হয়েছে RBI এর তরফ থেকে। এখন ব্যাংক এ যাতায়াত করতে হয় সাধারণ থেকে উচ্চবিত্ত সকলকেই। তাই আপনার যদি কোনো জরুরি দরকার থাকে তাহলে মিটিয়ে নিতে পারেন। Bank Holiday

ফেব্রুয়ারি মাসে মোট কদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে গোটা ভারত জুড়ে? Bank Holiday

তালিকা অনুযায়ী এই মাসে (February) মোট ১১ বন্ধ থাকতে চলেছে ব্যাংকগুলি। অবশ্য তার মধ্যে ধরা হয়েছে সাপ্তাহিক ছুটি গুলিকেও। আমাদের দৈনন্দিন জীবনে ব্যাংক এখন গুরুত্বপূর্ণ অংশ। তাই যারা নিয়মিত ব্যাংকে লেনদেন করে থাকেন মূলত তাদের জন্যই এই প্রতিবেদন।

সম্প্রতি Reserve Bank of India তাদের ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের ব্যাংক বন্ধের একটি তালিকা দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে শনিবার রবিবার মিলিয়ে মোট ১১ দিন ছুটি থাকবে ব্যাংক।

প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার থাকে ছুটি। ফেব্রুয়ারিতে মোট ৬ টি সাপ্তাহিক ছুটি রয়েছে। এছাড়াও আরও ৫ দিন বিভিন্ন কারনে থাকবে ব্যাংক বন্ধ।তবে এর মধ্যে কিছু রাজ্যভিত্তিক ছুটি থাকায় পশ্চিমবঙ্গে ১১ দিনই যে ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে এমনটা নয়। তবে বাংলায় ফেব্রুয়ারী মাসে ব্যাঙ্ক বন্ধ থাকা দিনের সংখ্যাটা খুব একটা কম নয়।

ফেব্রুয়ারি মাসে ব্যাংক বন্ধ থাকার কারন? Bank Holiday

  • ৪ ফেব্রুয়ারি: রবিবার থাকায় সারা দেশেই ব্যাঙ্ক ছুটি ছিল।
  • ১০ ফেব্রুয়ারি: জোর শনিবার, সারা দেশেই থাকবে ব্যাঙ্ক ছুটি।
  • ১১ ফেব্রুয়ারি: রবিবার, সারা দেশেই থাকবে ব্যাঙ্ক ছুটি।
  • ১৪ ফেব্রুয়ারি, বুধবার: সরস্বতী পুজো উপলক্ষে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
  • ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: মনিপুরে লুই-নগাই-নি উপলক্ষে মনিপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
  • ১৮ ফেব্রুয়ারি: রবিবার সারা দেশেই থাকবে ব্যাঙ্ক ছুটি।
  • ১৯ ফেব্রুয়ারি, সোমবার: মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।
  • ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: রাজ্য দিবস উপলক্ষে মিজোরাম ও অরুনাচল প্রদেশে ব্যাঙ্ক ছুটি।
  • ২৪ ফেব্রুয়ারি: চতুর্থ শনিবার, সারা দেশেই ব্যাঙ্ক ছুটি।
  • ২৫ ফেব্রুয়ারি: রবিবার, সারা দেশেই ব্যাঙ্ক ছুটি।
  • ২৬ ফেব্রুয়ারি, সোমবার: অরুণাচল প্রদেশে ন‌উকুম উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।

ব্যাঙ্ক বন্ধ থাকলেও করা যাবে অনলাইন পেমেন্টস। শুধু ব্যাঙ্কে গিয়ে কোনো কাজ করা যাবে না।

Join Our Group

Join Telegram