Bank job recruitment: একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউনিয়ন ব্যাংক এর পক্ষ থেকে। আবেদন করতে পারবেন পুরুষের মহিলা উভয়ই। রাজ্যের যে কোন জেলা থেকেই করা যাবে আবেদন। আবেদন পদ্ধতি, বেতন, এবং আরো অন্যান্য তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন।
Union Bank এ কোন কোন পদে নিয়োগ করা হবে? Bank job recruitment
Specialized Officer & More
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম?
Union Bank of India
মোট শূন্য পদের সংখ্যা কত?
- ইউআর (UR) 253টি
- EWS 59টি
- ওবিসি (OBC) 161টি
- এসসি (SC) 89টি
- এসটি (ST) 44টি
মোট 606 জন নিয়োগ করা হবে। Bank Job recruitment
বেতন কাঠামো কেমন হবে?
বেতন প্রতিমাসে 36,000 টাকা থেকে শুরু।
বয়স কত হতে হবে?
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 20 বছর। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে সর্বোচ্চ 40 বছর। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।
আবেদন মূল্য কত টাকা লাগবে?
এই পদের জন্য আবেদন করতে গেলে দিতে হবে আবেদন মূল্য। তবে কাদের কত টাকা আবেদন মূল্য লাগবে তা জানতে গেলে আপনাকে অফিসিয়াল নোটিশ পড়তে হবে। Bank job recruitment
কীভাবে আবেদন করতে হবে?
চাকরিপ্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে গেলে সর্বপ্রথম এই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করে নিতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সাইজ অনুযায়ী আপলোড করে দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া কি হবে?
দুই ধাপে সম্পন্ন করা হবে নিয়োগ। প্রথম পর্বে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ। Bank job recruitment
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
Degree in Computer Science, Software Engineering, Electronics & Communications Engineering ,Computer Science & Engineering/ Information Technology, B.Sc, B.E./B.Tech ,অথবা M. Tech, M.Sc. in Computer Science ইত্যাদি বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। Bank job recruitment
আবেদন করার শেষ তারিখ?
আবেদন প্রক্রিয়া চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন, বাড়িতে বসে অনলাইনে কাজ করুন এবং 25000 টাকা পর্যন্ত বেতন পান, এখানে দেখুন সম্পূর্ণ তথ্য
Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়।
অফিসিয়াল ওয়েবসাইট: www.unionbankofindia.co.in
অফিসিয়াল নোটিশ – এখানে ক্লিক করুন