WB News Desk: দক্ষিণ ২৪ পরগণার পাশাপাশি পূর্ববর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ রাস্তায় দামোদর নদের ওপর আর একটি সেতু তৈরি করবে রাজ্য। এই সেতুর নামকরণ করা হয়েছে শিল্প সেতু। ৪ লেন বিশিষ্ট ৬৪০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হবে ২৪৬ কোটি টাকা। ৩ বছরের মধ্যে সেতু নির্মাণের লক্ষ্যমাত্রা রাখছে রাজ্য। চলতি অর্থ বর্ষে এজন্য বরাদ্দ করা হল ১০০ কোটি টাকা।
বর্ধমান শহরের দামোদর নদের ওপর একটি সেতু রয়েছে, যার নাম “কৃষক সেতু”। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেতুটির ওপর চাপ ক্ড়রমাগত বেড়ে চলেছে। ইতিমধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বীরভূমে শিল্প স্থাপন করতে চেয়ে এগিয়ে আসছে একাধিক শিল্প সংস্থা। তাই বিকল্প সেতু তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে রাজ্য। এ ব্যাপারে স্থানীয়রাও সেতু নির্মাণের দাবি জানিয়েছিলেন। বিকল্প এই শিল্প সেতু তৈরি হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও সহজ হবে।