Civik volunteers new salary : সিভিক ভলান্টিয়ারদের বেতন ডাবল, দেখুন কত টাকা পাবে এবার থেকে ও কি করতে হবে

Published On:

Civik volunteers new salary update: সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ল: চন্দ্রিমা ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব), গতকাল অর্থাৎ ৪ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করছেন। এটি হল তৃতীয় বাজেট। আগামী কয়েক মাসের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে, তাই রাজ্য সরকারের বাজেটে জনগণের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি নিয়ে বাজেটে বড় ঘোষণা করা হয়েছে এবং DA।

নতুন বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য ডাবল বেতন – সিভিক ভলেন্টিয়ার দের ভাতা বাড়ল ২০২৪

পশ্চিমবঙ্গের বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ার দের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিক ভলান্টিয়ারদের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকার এর জন্য 180 কোটি টাকা বরাদ্দ করবে। এছাড়াও, রাজ্য পুলিশের চাকরির 20 শতাংশ এখন বেসামরিক স্বেচ্ছাসেবকদের জন্য সংর- ক্ষিত থাকবে, যা এখন পর্যন্ত 10 শতাংশ ছিল।

আরও দেখুন: Laxmi Vander New update 2024: লক্ষীর ভান্ডারে ৫০০/- নয় এবার থেকে ১০০০/- টাকা করে পাবেন। টাকা পেতে এই কাজটি করতে হবে এক্ষুনি

বছরের শুরুতে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়া- নোর ঘোষণা করেছিল নবন। এবার সবাই 5300 টাকা বোনাস পাবেন। আগে, সিভিক ভলান্টিয়াররা 2000 টাকা বোনাস পেতেন। এই নিয়ম ৪ সেপ্টেম্বর 2020 থেকে কার্যকর হয়েছে।

আরও দেখুন: 100 Days Work: বড় ঘোষণা ! ২১শে ফেব্রুয়ারির মধ্যে ১০০ দিনের টাকা দেওয়া হবে, টাকা পেতে হলে এই কাজ টি করতে হবে, তাড়াতাড়ি দেখুন

2023 সালের পুজোয় সিভিক ভলান্টিয়াররাও সেই বোনাস পেয়েছিলেন। এ বছর থেকে বোনাসের পরিমাণ বাড়ানো হয়েছে। যারা পূজোয় 2,000 টাকা বোনাস পেয়েছেন তারা 2023-24 আর্থিক বছরের জন্য অতিরিক্ত বোনাস 3,300 টাকা পাবেন।

Join Our Group

Join Telegram