অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই এবার চাকরির সুযোগ বর্ধমানে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা আদালত কর্তৃক একটি প্রতিবেদনে এমনটাই তথ্য জানা গিয়েছে।
ঐ প্রতিবেদনে বলা হয়েছে মোট 11 টি শূন্য পদে নিয়োগ করা হবে। যেখানে সর্বমোট পদই পুরুষদের জন্য সংরক্ষিত। অর্থাৎ কোনো মহিলাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন না।
অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে চাকরির সুযোগ। District court job recruitment
পদের নাম – নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার
বয়সসীমা- নূন্যতম – 18 বছর, সর্বোচ্চ – 40 বছর
সংরক্ষিত জাতির প্রার্থীদের জন্য মিলবে বয়সের ছাড়পত্র। সর্বোচ্চ 5 বছরের ছাড় দেয়া হবে।
মোট শূন্য পদের সংখ্যা – 11 টি
জেলা আদালতের যেই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে তা অনুযায়ী তিনটি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার ইত্যাদি। তবে যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শারীরিকভাবে সুস্থ ও সবল হতে হবে এবং আবেদনকারীর বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে।
আবেদনকারী চাকরি প্রার্থীদের বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও সবল হতে হবে।
আবেদন ফি : পূর্ব বর্ধমান জেলার এই পদের জন্য আবেদন করতে হলে আবেদন ফি 300 টাকা। আবেদন করার জন্য পূর্ব বর্ধমান জেলার জেলা আদালতের প্রতিবেদনে ফর্ম দেওয়া আছে।
আবেদন ফি – 300 টাকা।
- এই নির্দিষ্ট পদে আবেদন ডাকযোগের মাধ্যমে করতে হবে।
- অনলাইনে আবেদন করার সুযোগ নেই।
আবেদন পদ্ধতি – ডাকযোগ/পোস্ট
আবেদন করার শেষ তারিখ: আবেদন প্রক্রিয়া চলবে মে মাসের 4 তারিখ পর্যন্ত।
মাসিক বেতন: 17,000 টাকা মাইনে দেওয়া হবে। তবে বেতন বেড়ে সর্বোচ্চ 43,600 টাকা পর্যন্ত হতে পারে।
নিয়োগ প্রক্রিয়া: দুটি লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমটি 100 নম্বরের এবং দ্বিতীয়টি 50 নম্বরের।
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:- এখানে ক্লিক করুন।
Disclaimer: আমরা শুধুমাত্র চাকরির খবর প্রকাশ করে থাকি। সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। ভুলত্রুটি হলে তা ইচ্ছাকৃত নয় এবং মার্জনীয়। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন।