রাম মন্দির উদ্বোধন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। চারিদিকে শুধু রাম মন্দির আর রাম মন্দির।আর হবেই না কেন শত হলেও নতুন করে সেজেছে অযোধ্যা। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি সকলেই মেতেছেন উন্মাদনা ই। এরই মধ্যে খুশির খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য। এবার ডাইরেক্ট পৌঁছে যাবেন অযোধ্যায়। নতুন ট্রেন চালু করল পূর্ব রেল। এবার আপনিও পারবেন রামের দর্শন করতে। দেখুন কিভাবে যাবেন!
যদি আপনি বাংলার মানুষ হন তাহলে এটা একটা খুবই আনন্দের ব্যাপার বলাই যায়। বাংলার মানুষ ও এবার সরাসরি পৌঁছে যাবেন ভগবান রামের দর্শন করতে। বাংলার মানুষদের এই সুবিধা দেওয়ার জন্য উদ্যোগ নিল রেল।পূর্ব রেলের এই সিদ্ধান্ত নেওয়ায় উন্মাদনার সৃষ্টি হয়েছে বাংলার মানুষদের মধ্যে।
যদি আপনি ভেবে থাকেন যে ট্রেনটি হাওড়া স্টেশন, বা শিয়ালদহ স্টেশন এর মতো কোনো বড়ো স্টেশন ছেড়ে যাবে তাহলে আপনি ভুল ভাবছেন। এই ট্রেনটি ছেড়ে যাবে মালদা স্টেশন থেকে।
পূর্ব রেল মালদহের যাত্রীরা এখন পাঞ্জাবের সাথে সরাসরি রেল সংযোগ ব্যবহার করতে পারবেন। কারণ মালদা টাউন-দিল্লি-মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেসের স্টপেজ ভাটিন্ডা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।
কিভাবে (West Bengal) পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যায় যাবেন দেখুন
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন নম্বর ১৩৪১৩ মালদা টাউন-ভাতিন্ডা ফারাক্কা এক্সপ্রেস ভায়া সুলতানপুর (ত্রি-সাপ্তাহিক) প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা ৭.৩৫ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল ১১.১৫ মিনিটে ভাটিন্ডা পৌঁছাবে এবং ১৩৪৮৩ মালদা টাউন-ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস ভায়া অযোধ্যা ধাম প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭.৩৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে। বুধ, শুক্র ও রবিবার এবং তৃতীয় দিন সকাল ১০টায় ভাটিন্ডা পৌঁছে যাবে ট্রেন।
ফিরে আসার সময়, 13414 ভাটিন্ডা-মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেস ( Via Sultanpur) প্রত্যেক সোমবার, বুধবার এবং শনিবার বিকেল 3 টায় ভাটিন্ডা থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল 6:50 মিনিটে মালদা টাউন পৌঁছাবে এবং 13484 ভাটিন্ডা-মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেস (ভাটিন্ডা হয়ে প্রতি মঙ্গল, বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেল 4:25 মিনিটে ভাটিন্ডা থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল 6:50 মিনিটে মালদা টাউন পৌঁছাবে।
FAQs
পশ্চিমবঙ্গ থেকে কিভাবে অযোধ্যা রাম মন্দির যাবেন
প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা ৭.৩৫ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে তৃতীয় দিন সকাল ১১.১৫ মিনিটে ভাটিন্ডা পৌঁছাবে,
Key Words,
রাম মন্দির খরচ কত?,রাম মন্দির কে পরিচালনা করবে?, রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত?, ট্রেনে কিভাবে রাম মন্দির যাবেন?