DVC তে শুরু হয়েছে কর্মী নিয়োগ। দেখুন কিভাবে আবেদন করবেন।

Last Updated:

DVC job requirements:  আবারও খুশির খবর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য। কারণ কর্মী নিয়োগ করা হতে চলেছে DVC বা দামোদর ভ্যালি কর্পোরেশনে সম্প্র্রতি এমনি এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি, বেতন, বয়সসীমা প্রভৃতি আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

DVC তে কর্মী নিয়োগ / DVC job recruitment

DVC তে কোন পদে নিয়োগ করা হবে?

Part time consultant (Railway)

মোট শূন্য পদের সংখ্যা?

নীচে দেওয়া হয়েছে! অথবা অফিসিয়াল নোটিশ দেখুন।

আবেদনের শেষ তারিখ?

আবেদন চলবে ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

নিয়োগকারী প্রতিষ্ঠান 

Damodar valley corporation (DVC)

দামোদর ভ্যালি কর্পোরেশনে মে পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার নাম হল Part time consultant।

আবেদন করার বয়সসীমা কী?

আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত হতে পারে। তার বেশি হলে আবেদন করতে পারবেন না।

বেতন কাঠামো?

বেতন কত দেওয়া হবে জানতে চাইলে অফিসিয়াল নোটিশ দেখুন।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

যেসমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই সুপারঅ্যানুয়েটেড আইআরটিএস করা থাকতে হবে। এক্ষেত্রে আপনি অফিসিয়াল নোটিশ দেখুন।

www.dvc.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আমরা আপনাদের সামনে এই বিজ্ঞপ্তি তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া?

সরাসরি ইন্টারনেটভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর নিজের দায়িত্বে ভালো করে বুঝে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।

এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করতে হবে।

আমাদের অনুরোধ আবেদন করার আগে সমস্ত তথ্য নিজের দায়িত্বে ভালো করে বুঝে নেবেন।

অফিসিয়াল ওয়েবসাইট – এখানে ক্লিক করুন।

অফিসিয়াল PDF – এখানে ক্লিক করুন।

Disclaimer:- West Bengal Today শুধুমাত্র চাকরির খবর যাচাই করে সংগ্রহ করে প্রকাশ করে থাকে। এর মধ্যে ভুলবশত কোনো ত্রুটি হলে তা মার্জনীয় এবং West Bengal today কতৃপক্ষ দায়ী নয়।

Join Our Group

Join Telegram