E-Shram Card: আপনার কাছেও কি ই-শ্রম কার্ড আছে? থাকলেই পেয়ে যাবেন 3000 টাকা। দেখুন কীভাবে পাবেন?

Published On:

E-Shram Card:আবার খুশির খবর দেশবাসীর জন্য। 3000 টাকা পেয়ে যাবেন এই কার্ডটি থাকলে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ভোট পূর্ববর্তী প্রাক্কালে একের পর এক প্রকল্পের সূচনা করেই চলেছে। এবার কেন্দ্র সরকার এমন এক প্রকল্পের ঘোষণা করল যার মাধ্যমে আবেদন করলেই পাওয়া যাবে 3000 টাকা। যেকোনো ভারতীয় নাগরিক এর জন্য আবেদন করতে পারবে। যারা এই সুযোগটি কাজে লাগাতে চান অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। E-Shram Card

দেশব্যাপী শুরু হতে চলেছে লোকসভা ভোট। আর এর আগেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন নতুন নতুন প্রকল্পের সূচনা করেই চলেছে। আর এবার রাজ্য সরকারকে টেক্কা দিতে কেন্দ্র সরকার নিয়ে এলো এক নতুন প্রকল্প। কেন্দ্র সরকার যে প্রকল্পটি নিয়ে এসেছে এই প্রকল্পের আবেদন করলেই পাওয়া যাবে 3000 টাকা তাহলে দেখে নিন কিভাবে আবেদন করবেন এবং নিয়ে নিতে পারবেন তিন হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে। E-Shram Card

কেন্দ্র সরকার এর আগে অনেক নতুন প্রকল্পের সূচনা করেছে যেমন প্রধানমন্ত্রী কিষান যোজনা আয়ুষ্মান ভারত রোজগার মেলা প্রকল্প ইত্যাদি, এবার যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেটি হল ই-শ্রম কার্ড। আপনার কাছে যদি এই কার্ডটি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 3000 টাকা। চলুন জেনে নেওয়া যাক কিভাবে পাবেন।

ই-শ্রম কার্ড E-Shram Card এ কীভাবে টাকা পাবেন?

এই প্রকল্পে নাম লেখাতে গেলে আপনার কাছে ই-শ্রম কার্ড থাকতে হবে এবং যিনি আবেদন করবেন তার বয়স ন্যূনতম 16 বছর হতে হবে। এই প্রকল্পে টাকা পেতে গেলে আবেদনকারীর বয়স 60 বছর পার করতে হবে অর্থাৎ কম বয়সে এই প্রকল্পে আবেদন করলে সুবিধা পাবেন 60 বছর বয়স পেড়িয়ে গেলে। এবং আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

আরও জানতে চাইলে বিশদে পড়ুন।।

আরও পড়ুন,এই ভুল করলে বাতিল হবে Pm Kisan এর টাকা!

Join Our Group

Join Telegram